West Bengal Job Vacancy: বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে ৮৩ কর্মী নিয়োগ, ৬৩,০০০ টাকা পর্যন্ত বেতন

West Bengal Jobs: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBPDCL) কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে।

Advertisement
বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে ৮৩ কর্মী নিয়োগ, ৬৩,০০০ টাকা পর্যন্ত বেতন @wbpdcl.co.inমোট ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBPDCL) কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
  • মোট ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  • আগামী ২২ সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে।

West Bengal Jobs: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBPDCL) কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৫। সম্পূর্ণ অনলাইনে, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল আপ করা যাবে। চুক্তিভিত্তিক পদে এই নিয়োগ করা হবে। অভিজ্ঞতা ও ডিগ্রির ভিত্তিতে কর্মী, আধিকারিকদের বেছে নেবে WBPDCL। 

কোন কোন পদে নিয়োগ?
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, WBPDCL একাধিক টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট পদে কর্মী নেবে। তার বিস্তারিত জেনে নিন,

অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার: ৪৬টি পদ

ওয়েলফেয়ার অফিসার: ১টি পদ

কোলিয়ারি ইঞ্জিনিয়ার: ১৪টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ১০টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ২টি পদ

সার্ভেয়ার: ১০টি পদ

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবশ্যক। যেমন,

অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার পদের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। সঙ্গে ১ থেকে ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

ওয়েলফেয়ার অফিসার পদে আবেদন করতে হলে HR বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। কয়লা খনিতে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা।

কোলিয়ারি ইঞ্জিনিয়ার হতে গেলে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা আবশ্যক। অন্তত ১ থেকে ১০ বছরের অভিজ্ঞতা লাগবে।

জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) পদে AICTE অনুমোদিত প্রতিষ্ঠানের ডিপ্লোমা এবং মাইনিং ফিল্ডে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা চাই।

সার্ভেয়ার পদে মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং DGMS স্বীকৃত সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে। অভিজ্ঞতা ন্যূনতম ১ থেকে ৫ বছর।

বেতন ও চুক্তির মেয়াদ
WBPDCL জানিয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ৩ বছরের কনট্র্যাক্ট পিরিয়ডে নিয়োগ করা হবে। 

বেতন

অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার ও কোলিয়ারি ইঞ্জিনিয়ার: মাসে ₹৬৩,০০০

জুনিয়র ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার: মাসে ₹৪১,০০০

অফিসিয়াল নোটিফেকশন CLICK HERE: View PDF

Advertisement

বয়সসীমা
আবেদনকারীদের বয়স সর্বাধিক ৩২ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

সিলেকশন প্রসেস
WBPDCL জানিয়েছে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের বাছাই করা হবে। যোগ্য প্রার্থীদের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে।

POST A COMMENT
Advertisement