WBSSC Exam Rules 2025: ঘড়িও পরা যাবে না, SSC পরীক্ষায় কড়া নিয়ম, কী কী মানতেই হবে প্রার্থীদের? তালিকা রইল

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ফের আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) দ্বিতীয় স্কুল লেভেল সিলেকশন টেস্ট (SLST)। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর দুটি দফায় এই পরীক্ষা নেওয়া হবে।

Advertisement
ঘড়িও পরা যাবে না, SSC পরীক্ষায় কড়া নিয়ম, কী কী মানতেই হবে প্রার্থীদের? তালিকা রইল
হাইলাইটস
  • দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ফের আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) দ্বিতীয় স্কুল লেভেল সিলেকশন টেস্ট (SLST)।
  • আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর দুটি দফায় এই পরীক্ষা নেওয়া হবে। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলায় এবারের আয়োজন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ফের আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) দ্বিতীয় স্কুল লেভেল সিলেকশন টেস্ট (SLST)। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর দুটি দফায় এই পরীক্ষা নেওয়া হবে। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলায় এবারের আয়োজন বিশেষ গুরুত্ব পাচ্ছে। আর সেই কারণেই পরীক্ষার্থীদের জন্য কমিশন প্রকাশ করেছে কড়া নিয়মবিধি।

কী নেওয়া যাবে না?
কমিশনের নির্দেশ অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে সঙ্গে রাখা যাবে না-
মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব, হেডফোন বা কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস। ঘড়ি (ডিজিটাল বা অ্যানালগ, উভয়ই নিষিদ্ধ)। ক্যালকুলেটর, লগ টেবিল বা কোনও ধরনের স্টেশনারি সাহায্য। কাগজ, বইপত্র বা অন্য কোনও অননুমোদিত সামগ্রী। পরীক্ষাকেন্দ্রে এসবের মধ্যে কোনও একটি বস্তু কারও কাছে পাওয়া গেলেই পরীক্ষার সুযোগ সঙ্গে সঙ্গে বাতিল হবে।

কী নেওয়া যাবে?
পরীক্ষার্থীরা সঙ্গে রাখতে পারবেন শুধুমাত্র স্বচ্ছ বোতলে জল । নীল বা কালো কালির স্বচ্ছ কলম। কমিশন প্রকাশিত প্রভিশনাল অ্যাডমিট কার্ড। আসল পরিচয়পত্র (ভোটার কার্ড/আধার/পাসপোর্ট ইত্যাদি)। এসব কাগজপত্র ও সামগ্রী স্বচ্ছ ফোল্ডারে রাখা যাবে।

পরীক্ষার সময়সূচি
পরীক্ষা শুরু: দুপুর ১২টা
পরীক্ষা শেষ: দুপুর ১টা ৩০ মিনিট
পরীক্ষাকেন্দ্রে উপস্থিতির শেষ সময়: সকাল ১১টা ৪৫ মিনিট

 

POST A COMMENT
Advertisement