DG Rajib Kumar: 'আমরা ৪ গুণ গুলি চালাব,' পুলিশের উপর হামলায় অ্যাকশন মোডে DG রাজীব কুমার

উত্তর দিনাজপুরে দুষ্কৃতীদের গুলিতে আহত দুই পুলিশ কর্মীর ঘটনার প্রেক্ষিতে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডিজি বলেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”

Advertisement
'আমরা ৪ গুণ গুলি চালাব,' পুলিশের উপর হামলায় অ্যাকশন মোডে DG রাজীব কুমারডিজি রাজীব কুমার।-ফাইল ছবি
হাইলাইটস
  • উত্তর দিনাজপুরে দুষ্কৃতীদের গুলিতে আহত দুই পুলিশ কর্মীর ঘটনার প্রেক্ষিতে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার।
  • শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডিজি বলেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব।

উত্তর দিনাজপুরে দুষ্কৃতীদের গুলিতে আহত দুই পুলিশ কর্মীর ঘটনার প্রেক্ষিতে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডিজি বলেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”

এই মন্তব্য রাজ্য পুলিশের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গে ক্রমবর্ধমান দুষ্কৃতী কার্যকলাপ মোকাবিলায় এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কী ঘটেছিল ঘটনাস্থলে?
বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালত থেকে আসামি সাজ্জাদ আলমকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। রায়গঞ্জের পথে পাঞ্জিপাড়ার কাছে সাজ্জাদ শৌচাগারে যাওয়ার অনুরোধ জানিয়ে গাড়ি থামায়। গাড়ি থামানোর পরপরই সে আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এই গুলিতে আহত হন দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য।

আহত পুলিশ কর্মীদের প্রথমে ইসলামপুর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুষ্কৃতী কার্যকলাপে উদ্বেগ
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের ডোমকলে এক দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দুষ্কৃতীর পরিবারের লোকজন হাঁসুয়া নিয়ে পুলিশকে তাড়া করে।

পুলিশের প্রতিক্রিয়া
উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদে একের পর এক এই ধরনের ঘটনার ফলে পুলিশের বিরুদ্ধে হামলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ডিজি রাজীব কুমারের হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর বার্তা থেকে স্পষ্ট, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে এবং গুলি চালানোর ক্ষেত্রে দ্বিধা করবে না।

সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া
ডিজির এই মন্তব্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পুলিশ প্রশাসনের এই দৃঢ় অবস্থানকে সমর্থন করেছেন। তবে মানবাধিকার কর্মীরা বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা ও নিরপেক্ষ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।


 

POST A COMMENT
Advertisement