উত্তরবঙ্গ ঢুকে পড়েছে বর্ষা। উত্তরের ৮টি জেলাতেই কমবেশি চলছে বৃষ্টি। এরমধ্যে ৩ জেলায় রয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতাও। অন্যদিকে তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে। কলকাতাতে অস্বস্তিকর পরিস্থিতি। বর্ষা কবে দক্ষিণ মুখো হবে এখন সেই প্রশ্নই দক্ষিণবঙ্গের মানষের। চলুন এই আবহে জেনে নেওয়া যাক হাওয়া অফিস কী বলছে।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির চলবে। নীচের তিনটি জেলা মালদা ও ২ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহ
উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শনিবার পর্যন্ত এরকমই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা তাপপ্রবাহে না পুড়লেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এদিন শহরে ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম আর প্যাচপেচে ঘামে নাজেহাল হতে হবে আরও কয়েকটা দিন।
বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে
পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায় । শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া ও মাঝেমধ্যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু একটু বেশি থাকছে তাই জন্য রাতের তাপমাত্রা বেশি থাকবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
কলকাতায় বৃষ্টি হবে?
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেড়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শহরে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ।