scorecardresearch
 

Weather Update: শীত নিয়ে বড় আপডেট, সোয়েটার-মাফলার কবে থেকে? জানিয়ে দিল হাওয়া অফিস

শীতের আমেজের আশায় দিন গুনছে রাজ্যবাসী। তবে চলতি নভেম্বর মাসেও জাঁকিয়ে শীতের দেখা পাওয়া কঠিন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েকদিন রাজ্যের দুই বঙ্গেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

Advertisement
আবহাওয়ার খবর আবহাওয়ার খবর
হাইলাইটস
  • শীতের আমেজের আশায় দিন গুনছে রাজ্যবাসী।
  • তবে চলতি নভেম্বর মাসেও জাঁকিয়ে শীতের দেখা পাওয়া কঠিন।

শীতের আমেজের আশায় দিন গুনছে রাজ্যবাসী। তবে চলতি নভেম্বর মাসেও জাঁকিয়ে শীতের দেখা পাওয়া কঠিন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েকদিন রাজ্যের দুই বঙ্গেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী পাঁচ দিনেও কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হচ্ছে না। বঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকাও।

এদিকে, রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। তবে, বড় ধরনের কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা কমতে পারে, কিন্তু তা জাঁকিয়ে শীতের জন্য পর্যাপ্ত নয়।

আরও পড়ুন

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দিনের বেলায় সূর্যের কিরণে শীতের আমেজ কমে যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে শীতের প্রভাব বেশি। সেখানে সকালে কুয়াশার উপস্থিতি চোখে পড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নভেম্বরের শেষ সপ্তাহেও তাপমাত্রা বিশেষ পরিবর্তিত হবে না। ফলে, রাজ্যবাসীকে শীতের জন্য আরও অপেক্ষা করতে হবে।

 

Advertisement