
ডিসেম্বরের শেষপ্রান্তে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা টানা কমছে। শনিবার আরও এক ধাপ নেমে কলকাতার পারদ ছুঁয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, চলতি মরশুমের সবচেয়ে ঠান্ডা দিন। আগের দিন শুক্রবার ছিল ১২.৯ ডিগ্রি, তার আগের দিন ১৩.৭ ডিগ্রি। অর্থাৎ দু’দিনের মধ্যেই শীতের ঝাঁঝ স্পষ্টভাবে বেড়েছে শহরে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গে কুয়াশা আরও ঘন, কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে যেতে পারে।
শীতের দৌড়ে দক্ষিণবঙ্গে সবচেয়ে এগিয়ে বীরভূমের শ্রীনিকেতন। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল-সহ একাধিক জেলায় পারদ ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গে দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৫.৮ ডিগ্রিতে, আলিপুরদুয়ারে ৮ এবং কালিম্পঙে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা বদলাবে না, তবে তার পর ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। ততদিন শীতের কামড় উপভোগ করতে প্রস্তুত থাকতেই হচ্ছে বঙ্গবাসীকে।