Wather Update: ঘূর্ণাবর্তে ধেয়ে আসছে দুর্যোগ, জেলায় জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা

রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের মধ্যেই। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস।

Advertisement
ঘূর্ণাবর্তে ধেয়ে আসছে দুর্যোগ, জেলায় জেলায় তুমুল বৃষ্টির সতর্কতাকলকাতার আবহাওয়া
হাইলাইটস
  • রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
  • আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের মধ্যেই।

রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের মধ্যেই। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস।

কোথায় কোথায় ভারী বৃষ্টি?
রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। এ ছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

কলকাতাতেও সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গেলেও এখনও ভারী বৃষ্টির ইঙ্গিত নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৯৫ শতাংশ হওয়ায় অস্বস্তিকর গরম বজায় থাকবে।

ঝোড়ো হাওয়ার সতর্কতা:
রবিবার ও সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবারের পর থেকে স্বস্তি:
আবহাওয়াবিদদের পূর্বাভাস, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে শুক্রবার পর্যন্ত।

উত্তরবঙ্গের পূর্বাভাস:
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবার থেকে মালদা ও আশপাশের এলাকায় বৃষ্টির দাপট বাড়তে পারে। তবে বৃহস্পতিবারের পর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।

 

POST A COMMENT
Advertisement