দীর্ঘ গরমের পরে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ কিমি বেগে। তার জেরে তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, পূর্ব বিহার ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপ-হিমালয় অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা ঝাড়খণ্ড, বিদর্ভ ও তেলেঙ্গানার উপর দিয়ে যাচ্ছে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে গরম হাওয়া বইছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে প্রখর সূর্যতাপ। এই পরিস্থিতিতে আগামী ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
তবে ১৬ মে থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৮ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও, ঝড়বৃষ্টির কারণে সপ্তাহ শেষে পারদ দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।