কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে পুজোর দিনগুলিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টি তেমন না হলেও অষ্টমী থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবার দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে বজ্রগর্ভ মেঘ থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
আবহবিদদের পূর্বাভাস, অষ্টমীর বিকেল ও রাতেও চলবে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মাঝারি বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে।
তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুধু কলকাতা নয়, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টি হতে পারে। এর প্রধান কারণ, উত্তর আন্দামান সাগরে ঘনীভূত একটি ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির মাত্রা বাড়বে।
বিশেষত দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। আবহবিদরা জানিয়েছেন, উপকূলবর্তী জেলাগুলিতে— বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায়, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। প্রায় সব দক্ষিণবঙ্গের জেলাতেই দশমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।