Weather Update: রবিবার কলকাতা-সহ ৭ জেলায় ভারী ঝড়বৃষ্টির সতর্কতা, চলবে কতদিন?

আজ, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্য জুড়ে সক্রিয় বর্ষার হাওয়া ও গাঙ্গেয় অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরির ফলে এই বৃষ্টির পূর্বাভাস বলে জানিয়েছে দফতর।

Advertisement
রবিবার কলকাতা-সহ ৭ জেলায় ভারী ঝড়বৃষ্টির সতর্কতা, চলবে কতদিন?
হাইলাইটস
  • আজ, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্য জুড়ে সক্রিয় বর্ষার হাওয়া ও গাঙ্গেয় অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরির ফলে এই বৃষ্টির পূর্বাভাস বলে জানিয়েছে দফতর।

যেসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি:
ভারী বৃষ্টি: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। 
অতি ভারী বৃষ্টি: পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর।

এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত, তবে বাকি জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টির সতর্কতা কমে যাবে।

কলকাতার জন্য সতর্কতা:
কলকাতা ও আশপাশের জেলাগুলিতে রবিবার বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা।

উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টির সতর্কতা:
মঙ্গলবার: ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। 
বুধবার: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
বৃহস্পতিবার: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

কলকাতার তাপমাত্রা:
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক), শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।


 

POST A COMMENT
Advertisement