Weather Update Special bulletin: বৃহস্পতিবার থেকে শুরু প্রবল বৃষ্টি, জানুন কবে কোন জেলায়

দক্ষিণবঙ্গে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়ছে। সকাল থেকে রোদ থাকলেও বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়। তবে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

Advertisement
বৃহস্পতিবার থেকে শুরু প্রবল বৃষ্টি, জানুন কবে কোন জেলায়
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়ছে।
  • সকাল থেকে রোদ থাকলেও বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়।

দক্ষিণবঙ্গে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়ছে। সকাল থেকে রোদ থাকলেও বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়। তবে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া (Kolkata Weather)
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০% থেকে ৯২% পর্যন্ত, ফলে গরম আর অস্বস্তি স্বাভাবিকের চেয়ে বেশি। আজকের সর্বনিম্ন তাপমাত্রা: ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা: ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলের পর শহরে সামান্য বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের কারণে বৃষ্টি বাড়বে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে, কোথায়?
বুধবার (আজ)
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বৃহস্পতিবার
মেঘলা আকাশ ও রীতিমতো বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টি।
বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার
আকাশ মেঘে ঢাকা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি।
পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
পাশাপাশি হুগলি, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায়ও ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া থাকবে।

শনিবার
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বেশি হবে।
রবিবার
পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে, অন্য জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি।

উত্তরবঙ্গে বৃষ্টি কবে, কোথায়?
আজ ও আগামীকাল (বুধ ও বৃহস্পতি) উত্তরবঙ্গে তেমন বৃষ্টি না হলেও কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে গরম ও আর্দ্রতা অস্বস্তি বাড়াবে।

শুক্রবার থেকে রবিবার:
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

সমুদ্র ও অন্যান্য সতর্কতা
২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে বলে ধারণা। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ। নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা।

Advertisement


 

POST A COMMENT
Advertisement