scorecardresearch
 

Rain Forecast in West Bengal: আগামী ৩ দিনে বৃষ্টি বাড়বে না কমবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর

স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

Advertisement
বৃষ্টি বাড়বে না কমবে? বৃষ্টি বাড়বে না কমবে?
হাইলাইটস
  • স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। 
  • পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • বৃষ্টি হচ্ছে মানেই যে একেবারে শীতল আবহাওয়া হয়ে যাবে, এমনটা নয়। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। 

পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হচ্ছে মানেই যে একেবারে শীতল আবহাওয়া হয়ে যাবে, এমনটা নয়। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

আরও পড়ুন

ফলে কলকাতা সহ সংলগ্ন এলাকায় বেশি গরম, অস্বস্তি ভাব বজায় থাকবে। আর্দ্রতার কারণে তাপমাত্রা কম হলেও বেশি গরম বোধ হবে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উপকূলের জেলা ও পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। 

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে আগামী মঙ্গল, বুধ এবং শনিবার উত্তরবঙ্গের উপরের অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবগাওয়া দফতর। ফলে পর্যটকদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদহের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত এটি বিস্তৃত। দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের বিষয়েও জানানো হয়েছে।

Advertisement