scorecardresearch
 

Weather Update: বাড়বে উত্তাপ, জ্বালাপোড়া গরমে নাভিশ্বাস!

আজ মঙ্গলবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকায় গরমের অস্বস্তি বাড়বে। আবহাওয়া তুলনায় শুষ্ক থাকবে, রোদে প্রবল গরম অনুভূত হবে। বৃষ্টিপাতেরও কোনও পূর্বাভাস নেই। রাতের দিকে আকাশ একদম পরিষ্কার থাকবে। 

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • আজ মঙ্গলবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে
  • সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ মঙ্গলবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকায় গরমের অস্বস্তি বাড়বে। আবহাওয়া তুলনায় শুষ্ক থাকবে, রোদে প্রবল গরম অনুভূত হবে। বৃষ্টিপাতেরও কোনও পূর্বাভাস নেই। রাতের দিকে আকাশ একদম পরিষ্কার থাকবে। 

দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর,মুর্শিদাবাদের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে। ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাংলায় ছয় থেকে সাতটি জেলার তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আগামীকাল কেমন আবহাওয়া:
বুধবার জেলায় আকাশে মেঘ থাকবে না। এদিন গরম আরও বাড়তে পারে। প্রবল রোদের তাপ অনুভূত হবে। বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা কমে আসবে। আকাশে মেঘ দেখা যাবে না, পরিষ্কার আকাশ। কোনও এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন-আর সর্বভারতীয় নয় TMC, কীভাবে পেয়েছিল তকমা? কোন শর্ত পূরণ না করায় হারাল?

 

Advertisement