দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ জুলাই, বৃহস্পতিবার উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাঁকুড়া হয়ে কাঁথির উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছেছে। পাশাপাশি বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত আরেকটি অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে। এর ফলেই দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা দুই-ই বাড়তে পারে।
কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা
রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার বৃষ্টি কিছুটা কমলেও বুধবার থেকে ফের সক্রিয় হবে বর্ষা। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে।
উত্তরবঙ্গেও বর্ষার দাপট
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও বর্ষা সক্রিয়। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। বুধবার ফের কালিম্পং–সহ পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার পরিস্থিতি
শনিবার স্থানীয় মেঘের কারণে কলকাতায় মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, বৃহস্পতিবার থেকে নিম্নচাপের কারণে শহরে শুরু হতে পারে অতি ভারী বর্ষণ। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।