Weather Update: রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া

শুক্রবার সন্ধে থেকেই আবহাওয়ায় বড় বদল। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, শনিবারও পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Advertisement
রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়াফাইল ছবি।
হাইলাইটস
  • শুক্রবার সন্ধে থেকেই আবহাওয়ায় বড় বদল।
  • একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, শনিবারও পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধে থেকেই আবহাওয়ায় বড় বদল। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, শনিবারও পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

এদিন বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে একটি গভীর অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরে রাজ্যে সপ্তাহান্ত থেকেই আবহাওয়ায় বেশ কিছু বদল লক্ষ করা যাবে। তাঁদের পূর্বাভাস ছিল, শনিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বৃষ্টি হবে। 

একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এটি প্রথম দফার ঝঞ্ঝা। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী সপ্তাহে আরও একটি ঝঞ্ঝা উপস্থিত হতে পারে দক্ষিণবঙ্গে। তা যদি হয়, তবে তার ফলে বৃষ্টি হবে মূলত কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

এছাড়াও উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সন্ধের পর থেকেই দমকা ঝড় আর সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় একাধিক জেলায়। কিছু এলাকায় হালকা শিলাবৃষ্টিও হয়েছে। ঝড়, বৃষ্টি ও হালকা শিলা বৃষ্টির জেরে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় ফের শীত শীত ভাব একাধিক জেলায়। ফলে তাপমাত্রার পারা অনেকটাই নিম্নমুখী। স্বস্তিতে রাজ্যবাসী।

আরও পড়ুন-আগামী সপ্তাহে কালবৈশাখীর মতো ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

POST A COMMENT
Advertisement