কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে চলবে ভারী বর্ষণ। দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। তবে এখনও আবহাওয়া নিয়ে তেমন সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। কারণ বর্ষা এখনও সক্রিয়। নতুন করে এখনই কোনও নিম্নচাপ অঞ্চল নেই। তবে রয়েছে মৌসুমি অক্ষরেখা। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই রাজ্যে এখন বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এখন প্রতি দিনই রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে শনিবার বা রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। কলকাতা এবং দক্ষিণের সব জেলাতেই সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
এদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। সপ্তাহান্তে সমতল থেকে পাহাড়, সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবারও একই সতর্কতা বজায় থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।