চারিদিকে পুজোর আমেজ। তবে শরতের বার্তা নেই হাওয়ায়। কারণ ভ্যাপসা গরম। রোদের তেজ ব্যাপক। তবে শুক্রবার সকালে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা সহ একাধিক জেলায় কিছু ঘণ্টার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এদিন সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ছিল। বৃষ্টির আভাসও মিলছে সকাল থেকেই।
এদিন বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে, যদিও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি, সেটিও স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া পরিস্থিতি উদ্বেগজনক। কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর জেরে ওই সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যু-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে, অর্থাৎ শনিবার ও রবিবার বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বৃষ্টি অব্যাহত থাকবে। অন্তত শনিবার পর্যন্ত সেখানে বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস।
এদিকে, টানা বৃষ্টির জেরে পড়শি রাজ্য সিকিমেও বিপর্যয় নেমে এসেছে। আপার রিম্বিতে ধস নামায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে খবর।