Weather Rain Forecast: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, ঝোড়ো হাওয়াও বইবে

চৈত্রের শেষবেলায় গা জ্বালানো গরম থেকে এবার খানিকটা রেহাই পেলেন বঙ্গবাসী। তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। গরম ভাব থাকলেও ততটা তীব্র নয়। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে আপাতত রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এর জেরেই স্বস্তি মিলছে। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়াও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

Advertisement
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, ঝোড়ো হাওয়াও বইবে
হাইলাইটস
  • চৈত্রের শেষবেলায় গা জ্বালানো গরম থেকে এবার খানিকটা রেহাই পেলেন বঙ্গবাসী।
  • শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।
  • উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চৈত্র মাসের শেষ লগ্নে গরমে হাঁসফাঁস করছিলেন রাজ্যবাসী। সেই অসহ্য গরম থেকে এবার কিছুটা স্বস্তি মিলছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই আর কোনও তাপপ্রবাহের সতর্কতা নেই। গরমের অনুভব থাকলেও তা আর ততটা তীব্র নয়। হঠাৎ এই পরিবর্তনের কারণ একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি। তার জেরেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

হাওয়া অফিসের মতে, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৩ এপ্রিল রবিবার থেকে শুরু হয়ে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও এই বেগ ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত উঠতে পারে। এমনকি কিছু জায়গায় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি।

উত্তরবঙ্গের ক্ষেত্রে একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বইবে। হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমির আশেপাশে। কিছু এলাকায় বেগ পৌঁছাতে পারে ৬০ কিমিও।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন তাপমাত্রা একরকম থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী চারদিন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না।

চলতি সপ্তাহে যে ঝড়বৃষ্টি রাজ্যবাসীর জন্য খানিকটা স্বস্তি বয়ে আনছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে আবহাওয়ার এই পূর্বাভাসে। গরম কমলেও বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সময়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

 

Advertisement

POST A COMMENT
Advertisement