Weather Update: আগামী বৃহস্পতি পর্যন্ত বাংলাজুড়ে ব্যাপক দুর্যোগ, হাওয়া অফিসের বড় আপডেট

এই বৃহস্পতি থেকে পরের বৃহস্পতি পর্যন্ত তোলপাড় হবে বাংলা, সরাসরি এই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন পশ্চিমবঙ্গের একাধিক জেলা, তার মধ্যেই ফের বড়সড় পূর্বাভাস। বৃষ্টির ধারা থামার কোনও সম্ভাবনা আপাতত নেই। বরং নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী এক সপ্তাহজুড়ে চলবে প্রবল থেকে অতিভারী বৃষ্টিপাত।

Advertisement
আগামী বৃহস্পতি পর্যন্ত বাংলাজুড়ে ব্যাপক দুর্যোগ, হাওয়া অফিসের বড় আপডেট
হাইলাইটস
  • এই বৃহস্পতি থেকে পরের বৃহস্পতি পর্যন্ত তোলপাড় হবে বাংলা, সরাসরি এই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
  • লাগাতার বৃষ্টিতে জলমগ্ন পশ্চিমবঙ্গের একাধিক জেলা, তার মধ্যেই ফের বড়সড় পূর্বাভাস।

এই বৃহস্পতি থেকে পরের বৃহস্পতি পর্যন্ত তোলপাড় হবে বাংলা, সরাসরি এই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন পশ্চিমবঙ্গের একাধিক জেলা, তার মধ্যেই ফের বড়সড় পূর্বাভাস। বৃষ্টির ধারা থামার কোনও সম্ভাবনা আপাতত নেই। বরং নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী এক সপ্তাহজুড়ে চলবে প্রবল থেকে অতিভারী বৃষ্টিপাত।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব অসম এবং মধ্য বাংলাদেশের উপর রয়েছে দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত। তারই প্রভাবে ক্রমাগত বাংলার উপর দিয়ে জলীয় বাষ্প ঢুকছে এবং তৈরি হচ্ছে ঘন মেঘ। ফলে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি গতিবেগের ঝোড়ো হাওয়া।

কোন জেলায় কবে কেমন বৃষ্টি?
বৃহস্পতিবার (৭ আগস্ট):
দক্ষিণবঙ্গ: পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টায়।

উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার (৮ আগস্ট):
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি।

দমকা হাওয়া থাকবে একই গতিতে।

শনিবার–রবিবার (৯–১০ আগস্ট):
উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, টানা তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গ: প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ এক দু’পশলা বৃষ্টি হতে পারে। বাড়বে আর্দ্রতা, সঙ্গে অস্বস্তিও।
উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলা আবার সতর্কতামূলক তালিকায়।

একটানা বৃষ্টিতে রাজ্যজুড়ে বহু রাস্তার অবস্থা বেহাল। জল জমে খানা-খন্দে ভরে উঠেছে বহু রাস্তা। এই পরিস্থিতিতে রাস্তা সারানোও কঠিন হয়ে উঠেছে। একাধিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে, একটি স্কুলভ্যান উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে ইতিমধ্যেই।


 

POST A COMMENT
Advertisement