শীতের অপেক্ষায় থাকা দক্ষিণবঙ্গবাসীর জন্য আপাতত কোনও ঠান্ডার খবর নেই। বরং, আগামী কয়েকদিন জুড়ে রাজ্যজুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া ও ঝলমলে রোদ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপ, কিন্তু রাজ্যে প্রভাব নেই
আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী দিনে আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে দক্ষিণবঙ্গ বা রাজ্যের অন্য কোনও অংশে এর সরাসরি প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র থাকবে অত্যন্ত উত্তাল। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা দীপাবলির ছুটিতে আন্দামান বেড়াতে যাচ্ছেন, তাঁদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গে রোদ-ঝলমলে দিন, বৃষ্টির সম্ভাবনা নেই
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে শুক্রবার (২৫ অক্টোবর) পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ সমস্ত জেলাতেই আকাশ থাকবে পরিষ্কার। দিনে থাকবে চড়া রোদ এবং আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে। সন্ধের পর তাপমাত্রা কমলেও শীতের অনুভূতি এখনও দূরে। হালকা পশ্চিমী হাওয়ার প্রভাবে বৃষ্টি নেই, তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কখনও সখনও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
ভাইফোঁটার উৎসবে মিলবে স্বস্তি
দীপাবলি পরবর্তী ভাইফোঁটার উৎসবের দিন আকাশ থাকবে প্রায় একেবারে পরিষ্কার। তাই উৎসবের দিন বাইরে বেরিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে কোনও বাধা থাকবে না।
২৫ অক্টোবরের পর বৃষ্টির ইঙ্গিত
আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে ২৫ অক্টোবরের পর। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার। তবে তা বড় কোনও ঝড় বা নিম্নচাপজনিত দুর্যোগের রূপ নেবে না বলেই মনে করা হচ্ছে।