ভোরের কলকাতা ময়দান। ছবি-শঙ্খ দাসরাজ্যে হেমন্তের মাঝামাঝি সময়েই বইতে শুরু করেছে শীতের হাওয়া। আবহাওয়া খটখটে, বাতাসে হালকা ঠান্ডার ছোঁয়া। রোদ উঠলেও গরমের অস্বস্তি কার্যত উধাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্য জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নীচে থাকবে, এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে রাজ্যের একাধিক স্থানে।
রবিবারই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। সোমবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। অন্যদিকে, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা গড় মানের চেয়ে ২.১ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম ও বাঁকুড়ার কিছু এলাকায় তাপমাত্রা আরও নেমে গিয়েছে। সোমবার সকালে বোলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা উত্তরবঙ্গের কালিম্পং ও জলপাইগুড়ির থেকেও কম।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে, এবং শীতের মৃদু আমেজ ধীরে ধীরে আরও বিস্তৃত হবে গোটা রাজ্যজুড়ে।