Bengal Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত দীর্ঘ নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে বঙ্গোপসাগরের নিম্ন স্তর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি বজ্রঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল, ২০ ফেব্রুয়ারি পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলায় বজ্রঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার খবর মিলেছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ছিল।
২১ ফেব্রুয়ারি ২০২৫:
শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলাই থাকবে।
২২ ফেব্রুয়ারি ২০২৫:
এরপর শনিবার, ২২ ফেব্রুয়ারি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলায় বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতির দমকা হাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার দমকা হাওয়ার সম্ভাবনা।
২৩ ফেব্রুয়ারি ২০২৫:
রবিবার, ২৩ ফেব্রুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রঝড়ের সঙ্গে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার দমকা হাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন bangla.aajtak.in-এ।
তথ্যসূত্র: IMD Kolkata-র ওয়েবসাইটে প্রকাশিত স্পেশাল বুলেটিন।