Weather Update Today: ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়, প্রবল বেগে দমকা হাওয়াও 

তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ছোঁয়া দক্ষিণবঙ্গে। রবিবার সকালটা রোদের ঝলকানি দিয়ে শুরু হলেও দুপুর গড়াতেই মেঘে ঢাকা পড়তে শুরু করেছে আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বিকেলের পর থেকেই নামবে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া।

Advertisement
ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়, প্রবল বেগে দমকা হাওয়াও আবহাওয়ার খবর
হাইলাইটস
  • তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ছোঁয়া দক্ষিণবঙ্গে।
  • রবিবার সকালটা রোদের ঝলকানি দিয়ে শুরু হলেও দুপুর গড়াতেই মেঘে ঢাকা পড়তে শুরু করেছে আকাশ।

Weather Update Today: তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ছোঁয়া দক্ষিণবঙ্গে। রবিবার সকালটা রোদের ঝলকানি দিয়ে শুরু হলেও দুপুর গড়াতেই মেঘে ঢাকা পড়তে শুরু করেছে আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বিকেলের পর থেকেই নামবে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া — এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা। দুটি জেলায় কালবৈশাখী পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্কতা।

আগামী সপ্তাহেও চলবে বৃষ্টির দাপট
আজকের বৃষ্টি শুধু শুরু। আবহাওয়া দফতরের মতে, সোমবার বিকেলের পর আরও ব্যাপকভাবে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে সোমবার থেকে প্রবল বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, যার গতি থাকবে ৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার — উত্তরবঙ্গের এই জেলাগুলিতেও আগামী তিন-চার দিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে। সাময়িক স্বস্তি মিলবে সাধারণ মানুষের।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।


 

POST A COMMENT
Advertisement