scorecardresearch
 

Weather Update Bengal: সাগরে ঘনাচ্ছে দুর্যোগ, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ-ঘূর্ণাবর্তের ভ্রুকুটি থাকতেই পারে। তবে এর প্রভাবে কি আদৌ বৃষ্টি হবে? নতুন পূর্বাভাসে পুরো বিষয়টাই খোলসা করলেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।

Advertisement
শীতের আগেই বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শীতের আগেই বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ-ঘূর্ণাবর্তের ভ্রুকুটি থাকতেই পারে। তবে এর প্রভাবে কি আদৌ বৃষ্টি হবে? নতুন পূর্বাভাসে পুরো বিষয়টাই খোলসা করলেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।

নতুন আপডেটে বলা হয়েছে, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন(cyclonic circulation) পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নিচের উপগ্রহ চিত্রে সেই ঘূর্ণাবর্তের অবস্থান(শেষ আপডেট অনুয়ায়ী) দেখতে পারবেন।

ছবি: mausam.imd.gov.in
ছবি: mausam.imd.gov.in



আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেয়ে আগামী দুই সপ্তাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে ২২ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত আবহাওয়ার আপডেট পাবেন। আসুন জেনে নেওয়া যাক,

২২ থেকে ২৮ নভেম্বর, ২০২৪: উত্তর ও দক্ষিণবঙ্গে মূলত আবহাওয়া 'ড্রাই' থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। এই সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গ, উভয় ক্ষেত্রেই আবহাওয়া স্বাভাবিকের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে এখন জাঁকিয়ে শীত পড়ে যাবে, এমনটা বলা যাবে না।

২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২৪: এই সপ্তাহের শুরুর দিকে উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই উল্লেখ রয়েছে আবহাওয়া দফতরের রিপোর্টে। নিচে আপনাদের জন্য সেই রিপোর্টটি এম্বেড করা হল। নিজেরাই দেখে নিন:

আবহাওয়া দফতরের প্রকাশিত রিপোর্ট।
আবহাওয়া দফতরের প্রকাশিত রিপোর্ট।

এটি বাদ দিলে বাদবাকি দক্ষিণবঙ্গে সেভাবে আবহাওয়ার কোনও পরিবর্তন করা হবে না বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুন

Advertisement

Advertisement