West Bengal Monsoon Forecast: ২৪ ঘণ্টায় রাজ্যে প্রবেশ করছে বর্ষা, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Forecast: আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে ঢুকছে বর্ষা। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলায় দুর্যোগ?

Advertisement
২৪ ঘণ্টায় রাজ্যে প্রবেশ করছে বর্ষা, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস West Bengal Monsoon Forecast
হাইলাইটস
  • উত্তরবঙ্গে প্রবেশ করছে মৌসুমী বায়ু।
  • উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তির স্বাদ দিতে চলেছে বর্ষা। আর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। এমন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে রাজ্যে তাপমাত্রা কমার পূর্বাভাসও রয়েছে।  

শনিবারই হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী ২৪ ঘণ্টায়। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।রবিবার থেকেই শুরু হবে বৃষ্টি। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি শুরু হতে পারে রবিবার। বৃষ্টির জেরে গরম থেকে রেহাই পাবেন উত্তরবঙ্গবাসী। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে। 

ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙেও। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

প্রতিবছর উত্তরবঙ্গ দিয়ে প্রথম রাজ্যে প্রবেশ করে বর্ষা। তার কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢোকে মৌসুমী বায়ু। হাওয়া অফিস জানিয়েছে,আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার দেখা পাওয়ার জন্য আরও সময় লাগবে। 

দক্ষিণবঙ্গে এখনই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির অস্বস্তি কিছুটা কমবে। 

POST A COMMENT
Advertisement