Weekend Weather Report: শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফিরছে গরম, বৃষ্টির সম্ভাবনা কতটা?

মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছিল শহরে। বৃষ্টির কারণে একধাক্কায় তাপমাত্রাও নেমেছে অনেকটাই। বৃহস্পতিবার সকাল থেকে আপাতত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি নেই।

Advertisement
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফিরছে গরম, বৃষ্টির সম্ভাবনা কতটা?কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা

ইতিমধ্যেই গোটা রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে আবার নিম্নচাপও তৈরি হয়েছে। টানা ২ দিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একনাগাড়ে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছিল  শহরে। বৃষ্টির কারণে একধাক্কায় তাপমাত্রাও নেমেছে অনেকটাই। বৃহস্পতিবার সকাল থেকে আপাতত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি নেই। যে কারণে কিছুটা অস্বস্তির আবহাওয়া বিরাজ করছে। এর মাঝেই হাওয়া অফিস বলছে, কাল থেকে দিনের তাপমাত্রা বাড়বে। যদিও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  আজ ও শুক্রবার  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম সহ কয়েকটি জেলায়। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে বাকি জেলাগুলির তুলনায়। তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি কমবে। পয়লা জুলাই শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত খুব হালকা ও বিক্ষিপ্তভাবে হবে দু-এক জায়গায়।

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পয়লা জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে উত্তরবঙ্গে।

শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। আগামিকাল থেকে মেঘ কাটা শুরু হবে। রোদ উঠতেই তাপমাত্রা বাড়বে। আগামী ২-৩ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
কলকাতায় শুক্রবার  থেকে তাপমাত্রা বাড়বে। আংশিক মেঘলা আকাশ হবে। বৃষ্টির পরিমাণও কমবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সম্ভাবনা  রয়েছে আগামী ২৪ ঘন্টায়। শনিবার থেকে সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামিকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ।

Advertisement

 
 

 

 

POST A COMMENT
Advertisement