scorecardresearch
 

Weekly Weather Report: বুধবার তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ২১ জুলাই দক্ষিণবঙ্গ জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি

হাওয়া অফিস বলছে, ১৯ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যেখান থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। যা হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে।

Advertisement
শুক্রবার ভারী বৃষ্টি রাজ্যে শুক্রবার ভারী বৃষ্টি রাজ্যে

জুলাইয়ের অর্ধেক পেরিয়ে গেলেও এখনও তেমন বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ। যদিও উত্তরে ভারী বর্ষণে নদীর জল বিপদমাত্রা ছুঁয়ে ফেলছে। তবে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে রাজ্যজুড়ে কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, আগামী ৫দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র ২১ তারিখ অর্থাৎ শুক্রবার সামান্য একটু বেশি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি নয়। 

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমছে। ১৮, ১৯, ২০ জুলাই অর্থাৎ  মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ২১ জুলাই শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেদিনও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গে শুধুমাত্র ২১ তারিখ সামান্য একটু বেশি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি নয়। দক্ষিণবঙ্গে বৃষ্টি ৩৬ শতাংশ ঘাটতি রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এবং কলকাতাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে।আগামী ৫ দিনে  এই ঘাটতি মেটার সম্ভাবনা নেই। ১৮, ১৯ ও ২০ জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সব জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে আরও বেশি করে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। ২১ জুলাই শুক্রবার ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

ঘূর্ণাবর্তের সম্ভাবনা
হাওয়া অফিস বলছে, ১৯ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যেখান থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। যা হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে। তবে আপাতত তার কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা আগামী ৫ দিন একই থাকবে দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত  অস্বস্তি বজায় থাকবে

Advertisement

কলকাতার পরিস্থিতি
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। হাওয়া অফিস বলছে আপাতত কয়েকদিন কলকাতায়  হালকা থেকে মাঝারি বৃষ্টি  বিক্ষিপ্ত ভাবে চলবে। তবে শহরে  বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টি হলেও গরমের দাপট কিন্তু কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বজায় থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। রোদের তেজও থাকবে কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায়। বেলা বাড়লে গরম আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

Advertisement