scorecardresearch
 

CV Ananda Bose: 'অবস্থা খারাপ থেকে চরম খারাপের দিকে যাচ্ছে', আরজি কর নিয়ে রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

বাংলার খারাপ থেকে চরম খারাপ অবস্থার দিকে যাচ্ছে। রাজ্য নিয়ে চিন্তিত রাজ্যপাল। বৃহস্পতিবার তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য় করে বলেন,"আমি পশ্চিমবঙ্গে যা দেখছি, বিশেষ করে প্রশাসনে, ভুলের পর ভুল করে চলেছে।"

Advertisement
রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যপাল সি ভি আনন্দ বোস

CV Ananda Bose: বাংলার খারাপ থেকে চরম খারাপ অবস্থার দিকে যাচ্ছে। রাজ্য নিয়ে চিন্তিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য় করে বলেন,"আমি পশ্চিমবঙ্গে যা দেখছি, বিশেষ করে প্রশাসনে, ভুলের পর ভুল করে চলেছে।"

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার প্রায় এক মাস হতে চলল। চিকিৎসকের বিচারের দাবিতে অবিরাম চলছে বিক্ষোভ- প্রতিবাদ। রাজ্য়ের এই পরিস্থিতি নিয়ে রাজ্যপাল রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেন। রাজ্যপাল বলেন, "রাজ্য প্রশাসনের উপলব্ধি করা উচিত যে দুটি ভুল, এমনকি যদি তারা পারস্পরিক বিরোধী হয়, তবে অধিকার গঠন করবে না। সরকারকে কাজ করতে হবে এবং জনগণকে আস্থায় আনতে হবে। শাস্তি দিতে হবে।"

তিনি আরও পর্যবেক্ষণ করেছেনবাংলার জনগণ আর মনে করে না যে তারা সরকারের কাছ থেকে ন্যায়বিচার আশা করতে পারে। বুধবার গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত একটি মোমবাতি মিছিল সহ ব্যাপক বিক্ষোভে এই অনুভূতি প্রতিফলিত হয়। তিনি বলেন, "মানুষের মনে হওয়া উচিত যে তারা সরকারের কাছ থেকে ন্যায়বিচার আশা করতে পারে। এখন সেই অনুভূতি নেই। গতকালের ব্যাপক বিক্ষোভে সেটাই প্রতিফলিত হয়েছে।"

বুধবার রাত ৯টা বাজতেই পাড়ায়, পাড়ায়, আবাসনে, বাড়িতে, দোকানে লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকার রাতে মোমবাতির আলো জ্বলে ওঠে শহর কলকাতায়। রাত দখলে পথে নামেন আন্দোলনকারীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে গত ১৪ অগাস্টের রাতের পর আবার রাত দখলে নেমে পড়েন শহরবাসী। এদিন রাত ৯টায় আলো নিভিয়ে দেওয়া হয় রাজভবনে। মোমবাতি জ্বালান রাজ্যপালও। আঁধারে ঢাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর-সহ শহরের প্রায় বিভিন্ন প্রান্ত।

Advertisement
Advertisement