scorecardresearch
 

West Bengal Assembly By Election 2024: পুরনো কেন্দ্রগুলি ধরে রাখতে পারবে BJP? রাত পোহালেই বিধানসভা উপনির্বাচন

রাজ্যের চারটি বিধানসভা আসনে বুধবার উপনির্বাচন। কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে আগামিকাল উপনির্বাচন হবে। এর মধ্যে তিন আসন জয়ের লক্ষ্যে মুখিয়ে রয়েছে বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদার বিজেপি আসন জিতেছিল। মানিকতলা ছিল তৃণমূলের হাতে।

Advertisement
উপনির্বাচন/ প্রতীকী ছবি উপনির্বাচন/ প্রতীকী ছবি

রাজ্যের চারটি বিধানসভা আসনে বুধবার উপনির্বাচন। কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে আগামিকাল উপনির্বাচন হবে। এর মধ্যে তিন আসন জয়ের লক্ষ্যে মুখিয়ে রয়েছে বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদার বিজেপি আসন জিতেছিল। মানিকতলা ছিল তৃণমূলের হাতে।

২০২১-এ মানিকতলা আসনে জিতলেও, ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রাক্তন প্রতিমন্ত্রী তথা বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াণের পর এই আসন খালি হয়ে যায়। প্রয়াত দলীয় নেতার স্ত্রী সুপ্তি পাণ্ডেকে এবার মনোনয়ন দিয়েছে তৃণমূল কংগ্রেস।

রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, বাগদা থেকে বিশ্বজিৎ দাস এবং রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর মধ্যে বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস দলবদল করে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। লোকসভা ভোটে বিজেপির কার্তিক চন্দ্র পালের কাছে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী এখন আবার রায়গঞ্জ থেকে নির্বাচনের ময়দানে নেমেছেন। মুকুটমণি রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরেছেন, তিনি আবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

মতুয়া-সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী এলাকা বাগদাতে, তৃণমূল মতুয়া ঠাকুরবাড়ির সদস্য এবং রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে৷ বিজেপি মানিকতলা থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, রানাঘাট দক্ষিণ থেকে মনোজ কুমার বিশ্বাস, বাগদা থেকে বিনয় কুমার বিশ্বাস এবং রায়গঞ্জ থেকে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে। কল্যাণ চৌবে ২০২১ সালে মানিকতলা কেন্দ্রে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

রাজ্যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমরা আত্মবিশ্বাসী চারটি বিধানসভা আসন জিতব। গত লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।" 

২০১৯-এ বিজেপির ঝুলিতে ১৮ টি আসন ছিল, যা ২০২৪-এর লোকসভায় কমে ১২টি আসনে নমে আসে। 

Advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “জনগণ তিনটি আসনেই প্রত্যাখ্যান করেছে — বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। আমরা তিনটি লোকসভা আসনও জিতেছি যেগুলির অধীনে এই বিধানসভা অংশগুলি আসে।" 

কংগ্রেসের সঙ্গে জোটে উপনির্বাচনে লড়ছে বামফ্রন্ট। সিপিআই(এম) রানাঘাট দক্ষিণ থেকে অরিন্দম বিশ্বাস এবং মানিকতলা থেকে রাজীব মজুমদারকে প্রার্থী করেছে।

নির্বাচন কমিশন চারটি বিধানসভা কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলাতে ১,০৯৭টি ভোটকেন্দ্র সুরক্ষিত করতে, নির্বাচন কমিশন প্রায় ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। চারটি বিধানসভা কেন্দ্রে প্রায় ১০ লক্ষ ভোটার রয়েছে। ১৩ জুলাই হবে গণনা।
 

Advertisement