Kaliganj By Poll: বৃষ্টিতে কাদায় রাস্তার বেহাল দশা, কালীগঞ্জে ভোট দিতে সমস্যায় ভোটাররা

বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই আজ বাংলায় ফের ভোট। আজ নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন। ছাব্বিশের ভোটের আগে কালীগঞ্জের উপনির্বাচন কার্যত যেন সেমিফাইনাল ম্যাচ। কালীগঞ্জে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর লড়াই। ভোটের ফল ঘোষণা আগামী ২৩ জুন। সুষ্ঠুভাবে ভোট করতে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement
বৃষ্টিতে কাদায় রাস্তার বেহাল দশা, কালীগঞ্জে ভোট দিতে সমস্যায় ভোটাররাকালীগঞ্জে ভোটে কড়া নিরাপত্তা জারি।
হাইলাইটস
  • আজ নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন।
  • তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর লড়াই।
  • ভোটের ফল ঘোষণা আগামী ২৩ জুন।

বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই আজ বাংলায় ফের ভোট। আজ নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন। ছাব্বিশের ভোটের আগে কালীগঞ্জের উপনির্বাচন কার্যত যেন সেমিফাইনাল ম্যাচ। কালীগঞ্জে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর লড়াই। ভোটের ফল ঘোষণা আগামী ২৩ জুন। উপনির্বাচনের সমস্ত লেটেস্ট আপডেট রইল এখানে...

বিজেপির এজেন্টকে বসানো ঘিরে উত্তেজনা

বিজেপির এজেন্টকে বসানো ঘিরে উত্তেজনা ছড়ায় নদিয়ার চাঁদঘরের বুথে। প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বিজেপি প্রার্থী। 

 

ইভিএম খারাপ

কালিগঞ্জ বিধানসভার দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা প্রাথমিক বিদ্যালয় ১৬৭ নম্বর বুথে ইভিএম বিকল হওয়ায় ভোটগ্রহণে সমস্যা তৈরি হয়।

ভোট দিলেন বিজেপি প্রার্থী

ভোট দিলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ।  ছাপ্পা ভোটের আশঙ্কা করেছেন তিনি।

ভোট দিলেন তৃণমূল প্রার্থী

সকাল সকাল ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সঙ্গে রয়েছেন তাঁর ভাই। ভোট দিয়ে তিনি বলেন, 'এখনও পর্যন্ত সুষ্ঠু ভাবে ভোট হচ্ছে।'

ভোট দিলেন তৃণমূল প্রার্থী।
ভোট দিলেন তৃণমূল প্রার্থী।

 

বৃষ্টি মাথায় নিয়ে ভোট

সকাল ৭টা থেকে কালীগঞ্জে ভোট শুরু হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই ভোটের লাইনে ভোটাররা। ভোট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

 

বিধায়কের মৃত্যুতে ভোট

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের কারণে উপনির্বাচন হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

ত্রিমুখী লড়াই

উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রয়াত বিধায়কর কন্যা আলিফা আহমেদ। বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন আহমেদ। ভোট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট করতে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। যে ইস্যু ঘিরে সরগরম রাজনীতির মঞ্চ। এই আবহে আজ উপনির্বাচন হচ্ছে বাংলার এই কেন্দ্রে। ভোটে চাকরিহারার প্রভাব পড়ে কিনা, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Advertisement

POST A COMMENT
Advertisement