পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেসিভ রিভিশন বা SIR নির্বাচন কমিশন নিয়ে ডেডলাইন দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় নির্বাচনী আধিকারিকদের কমিশনের নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিংয়ের প্রক্রিয়া শেষ করতে হবে। আজ অর্থাত্ বৃহস্পতিবার বৈঠকে বাংলায় SIR প্রক্রিয়া নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা PTI সূত্রে জানা গিয়েছে, কমিশনের এক আধিকারিকের বক্তব্য, বাংলায় SIR প্রক্রিয়ায় ৪০ শতাংশ কাজ অসম্পূর্ণ। বহু জেলায় কাজ ভীষণ ধীর গতিতে এগোচ্ছে। সেই সব কাজে গতি আনতেই হবে।
৭ দিনের ডেডলাইন দেওয়া হয়েছে
২০০২ সালে শেষবার যে ভোটার তালিকা তৈরি হয়েছিল, সেই ভোটার তালিকাকে ২০২৫ এর সঙ্গে ম্যাপিং করে দেখা হবে, কতটা বদল হয়েছে বা কতটা সঠিক তালিকা। এদিন কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজ্যের সব জেলাশাসক, ইলেক্টোরাল রেজিগশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট EROদের স্পষ্ট নির্দেশ দিলেন, ২০০২ সালের তালিকা মিলিয়ে ম্যাপিং প্রক্রিয়া দ্রুত শেষ করুন। এর জন্য ৭ দিনের ডেডলাইন দেওয়া হয়েছে। তবে এই ডেডলাইনের আওতায় উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকাগুলি নেই।
SIR প্রক্রিয়ার কাজে গড়িমসি নিয়ে ক্ষুব্ধ কমিশন
একই সঙ্গে SIR প্রক্রিয়ার কাজ এত ধীর গতিতে কেন হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। কমিশনের অফিসারদের ধমকে কোনও কোনও জেলাশাসক বলেন, পুজোর ছুটি ছিল। তাই করা হয়ে ওঠেনি। এতে আরও ক্ষুব্ধ হয়ে যান জ্ঞানেশ ভারতী। সোজা বলে দেন, 'এই সব যুক্তি দেবেন না। গোটা দেশজুড়েই SIR হবে। শুধুই বাংলায় নয়। অন্যান্য রাজ্য সময়ের আগে কাজ শেষ করে দিচ্ছে। আর আপনারা সময়েও করতে পারছে না। এত দেরি কেন? কী সমস্যা? আমরা আর ৭ দিন সময় দিচ্ছি। ম্যাপিংয়ের কাজ শেষ করুন।'
ভোটার লিস্টে অনিয়মের অভিযোগ
বাংলায় বেশ কিছু জেলায় ভোটার লিস্টে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গও উঠেছে আজকের মিটিংয়ে। জ্ঞানেশ ভারতীয় সোজা বলেন, SIR প্রক্রিয়ায় যদি কোনও রকম অনিয়ম, দুর্নীতি হয়, তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, 'কারও বিরুদ্ধে কোনও রকম দুর্নীতির অভিযোগ উঠলে রেয়াত করা হবে না। বিহারে আমরা ইতিমধ্যেই বেশ কিছু কড়া পদক্ষেপ করেছি। ব্লকগুলিতে মূলত BLO রাই গ্রাউন্ড লেভেলে কাজ করবেন। তাঁরাও স্ক্যানারেই আছেন।'
নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি ডিভিশনের ডিরেক্টর জেনারেল সীমা খন্না বাংলায় BLOদের প্রযুক্তিগত জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানান, BLOদের অনেক সময় দেখা যাচ্ছে প্রযুক্তিগত দুর্বলতা। দ্রুত তাঁদের ট্রেনিং দিয়ে শিখিয়ে নিন। কারণ, এলাকা থেকে দ্রুত অ্যাপে ভোটারদের ডেটা BLO দেরই আপলোড করতে হবে। যাতে কমিশন রিয়েল টাইম মনিটর করতে পারে।
এদিন কলকাতায় মিটিং সেরে কমিশনের প্রতিনিধিরা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে যান। সেখানে রাজারহাট-গোপালপুর ও রাজারহাট-নিউটাউন, এই দুই নতুন বিধানসভা এলাকায় ভোটার লিস্ট ম্যাপিংয়ের কাজ কতদূর, সে বিষয়ে খোঁজ নেন। প্রসঙ্গত, ২০০২ সালে এই দুই বিধানসভা ছিল না। নির্বাচন কমিশন (ECI) স্পষ্ট জানিয়ে দিয়েছে, SIR এর সময় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না। নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উভয়েই সর্বোচ্চ আদালতের রায় উদ্ধৃত করে জানান, আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে কার্যকর, নাগরিকত্ব প্রমাণের দলিল নয়।