scorecardresearch
 

WB By Election Result TMC: মমতাতেই ভরসা, উপনির্বাচনে ৬টি আসনেই সবুজ-ঝড়, চমকে দেওয়ার মতো লিড

WB By-election Result 2024: ৬-এ ৬! রাজ্যের বিধানসভা উপনির্বাচনে শুরু থেকেই উঠল সবুজ ঝড়। একের পর এক আসনে শুরু থেকেই এগিয়ে থাকল তৃণমূল। তাও আবার ছোটখাটো ব্যবধানে নয়। কোথাও ১০ হাজার, কোথাও ১১ হাজার, আবার কোথাও ৬০ হাজার ভোটেরও বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস(TMC)। নির্বাচনের আগে রাজ্যে নানা ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। এর মধ্যে আরজি কর(RG Kar) কাণ্ডের প্রতিবাদ ছিল অন্যতম।

Advertisement

WB By-election Result 2024: ৬-এ ৬! রাজ্যের বিধানসভা উপনির্বাচনে শুরু থেকেই উঠল সবুজ ঝড়। একের পর এক আসনে শুরু থেকেই এগিয়ে থাকল তৃণমূল। তাও আবার ছোটখাটো ব্যবধানে নয়। কোথাও ১০ হাজার, কোথাও ১১ হাজার, আবার কোথাও ৬০ হাজার ভোটেরও বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস(TMC)। নির্বাচনের আগে রাজ্যে নানা ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। এর মধ্যে আরজি কর(RG Kar) কাণ্ডের প্রতিবাদ ছিল অন্যতম। রাজ্যে প্রশাসনের অবস্থান, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন অনেকেই। আবার এর পাশাপাশি বিভিন্ন আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্প, ট্যাবের টাকা-ইস্যুতে বারবার তোপ দেগেছেন বিরোধীরা। কিন্তু ভোটে এর কোনও প্রভাব পড়ল না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলাফল থেকেই সেটা স্পষ্ট। শনিবার গণনা শুরু হতেই ৬ আসনেই 'গুড নিউজ' পেল টিএমসি। একের পর এক আসন থেকে বিশাল ব্যবধানে এগিয়ে রইলের তৃণমূলের প্রার্থীরা। 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন আসনের কী অবস্থা এক নজরে জেনে নেওয়া যাক,

১. মাদারিহাট: মাদারিহাট বিধানসভাতে ১০ হাজারেরও বেশি ভোটি এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। শুরু থেকেই সেখানে ঘাসফুলের ঝড় ওঠে। ফলে স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি দেখে প্রমাদ গুনছেন বিজেপি সমর্থকরা। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এবার মাদারিহাট কেন্দ্রটিও বিজেপির হাতছাড়া হতে চলেছে। যদিও এর মধ্য়েও আশা ছাড়তে নারাজ সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি বললেন, 'উপনির্বাচনে যেমন রেজাল্ট হয়, তেমনই হচ্ছে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে।'  

আরও পড়ুন

উল্লেখ্য় ২০২১ সালে এই কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। কিন্তু এখন তিনি আলিপুরদুয়ারের সাংসদ। আর সেই কারণেই এই আসনে উপনির্বাচন হয়।

২. সিতাই: ষষ্ঠ রাউন্ডের শেষে সিতাইয়ে প্রার্থী সঙ্গীতা রায় ৮৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন। এরপর ১,৩০,৬৩৬ ভোটে জেতেন সঙ্গীতা। উপনির্বাচনে ৫-১০ হাজার ব্যবধানই অনেক। সেখানে এত বিপুল ভোটের ব্যবধান সত্যিই উল্লেখযোগ্য একটি ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

৩. মেদিনীপুর: বিধানসভা উপ-নির্বাচনের চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৩২  হাজার ৭৭৭ ভোট। অন্য়দিকে তার পরেই রয়েছেন বিজেপি প্রার্থী। তিনি পেয়েছেন ২১ হাজার ৩৭৯ ভোট। ২ হাজার ৮০৩ ভোট পেয়েছেন সিপিআই প্রার্থী। অর্থাৎ তৃণমূল প্রার্থী এগিয়ে ১১ হাজার ৩৯৮ ভোটে।

৪. নৈহাটি: এই কেন্দ্র থেকে ৪৮হাজার ৮৭৯-এ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে।

৫. হাড়োয়া: জিতলেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। জয়ের আনন্দে মেতে উঠেছেন দলের কর্মী সমর্থকরা। ১,৩১,৩৮৮ ভোটে জয়ী হয়েছেন রবিউল। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফের পিয়ারুল। বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের তারকা প্রার্থী ছিলেন বিজেপির রেখা পাত্র। সন্দেশখালি ইস্যুর পরও বিজেপি সেখানে দাগ কাটতে পারেনি। হেরে যান রেখা। বিধানসভার মতো উপ-নির্বাচনে হাড়োয়া কেন্দ্রেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে আইএসএফ।

৬. তালডাংরা: তালডাংরা কেন্দ্রেও এগিয়ে তৃণমূল কংগ্রেস।

Advertisement