Advertisement

Assembly Bypolls Result 2024 LIVE: বাংলায় দিদির ম্যাজিক অব্যাহত, ৪ আসনেই জিতল তৃণমূল

Aajtak Bangla | কলকাতা | 13 Jul 2024, 1:52 PM IST

পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল বুধবার (১০ জুলাই)। ফলাফল আজ, শনিবার। এই চার কেন্দ্রের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সবমহলই। ২০২১-এর বিধানসভা ভোটের ফলাফলে এরমধ্যে তিনটি দখলে রেখেছিল বিজেপি, একটিতে তৃণমূল।

পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন ২০২৪পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন ২০২৪

পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল বুধবার (১০ জুলাই)। ফলাফল আজ, শনিবার। এই চার কেন্দ্রের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সবমহলই। ২০২১-এর বিধানসভা ভোটের ফলাফলে এরমধ্যে তিনটি দখলে রেখেছিল বিজেপি, একটিতে তৃণমূল।
 

5:20 PM(a year ago)

৬২,৩১২ ভোটে জিতলেন সুপ্তি

Posted by :- Subhankar Mitra

মানিকতলায় উপনির্বাচনে ৬২,৩১২ ভোটে জিতলেন সুপ্তি পাণ্ডে। এবার ওই কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিকে প্রার্থী করেছিল তৃণমূল। 

4:54 PM(a year ago)

অনেক চক্রান্ত হয়েছিল: মমতা

Posted by :- Subhankar Mitra

'বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মা-মাটি-মানুষকে। এই উপনির্বাচনের একটা রাজনৈতিক গুরুত্ব আছে। মানিকতলা খালি আমাদের হাতে ছিল। অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি। রুখে দিয়েছেন মানুষ'। ৪-০ করে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

2:03 PM(a year ago)

রানাঘাট দক্ষিণে ৩৯,০৪৮ ভোটে জয়ী মুকুটমণি

Posted by :- Subhankar Mitra

রানাঘাট দক্ষিণে জয়লাভ করলেন মুকুটমণি অধিকারী। লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০২১ সালে ওই আসনে তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন। তবে লোকসভায় রানাঘট কেন্দ্রে হারেন। উপনির্বাচনে তাঁকেই প্রার্থী করে ঘাসফুল শিবির। ৩৯,০৪৮ ভোটে জিতলেন মুকুটমণি।     

1:56 PM(a year ago)

৩৩ হাজার ৪৫৫ ভোটে জয়ী মধুপর্ণা

Posted by :- Subhankar Mitra

বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা জিতলেন ৩৩ হাজার ৪৫৫ ভোটে। 

Advertisement
1:14 PM(a year ago)

৫০,০৭৭ ভোটে জয় কৃষ্ণ কল্যাণীর

Posted by :- Subhankar Mitra

৫০,০৭৭ ভোটে রায়গঞ্জে জিতলেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে হেরেছিলেন তিনি। সেই ক্ষতে লাগল মলম। 

12:54 PM(a year ago)

ভোটে ছাপ্পার অভিযোগ কল্যাণ চৌবের

Posted by :- Subhankar Mitra

'মানিকতলা বিধানসভার কোথাও ভোট হয়নি। ৮৯ টি বুথে ছাপা হয়েছে। পিস্তল দেখিয়ে, সন্ত্রাস করে ভোট করা হয়েছে। ২৭৭ এর মধ্যে কেবলমাত্র ৭১টি বুথে আমাদের লোক বসতে পেরেছিল। সুপরিকল্পিতভাবে এখানে ৫১ থেকে ৫২ শতাংশ ভোট ছাপ্পা মারা হয়েছে'। নির্বাচনী ফলে পরাজয়ের আভাস স্পষ্ট হতেই এই অভিযোগ করলেন মানিকতলার বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। তাঁর মন্তব্য,'এটা আমি ভোটের ফল বলে মনে করছি না। আমি এর কঠোরভাবে নিন্দা করছি। আমি আশা করি আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে'।

12:43 PM(a year ago)

কৃষ্ণ কল্যাণীর জয়

Posted by :- Subhankar Mitra

রায়গঞ্জে বিরাট ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস। 

12:24 PM(a year ago)

এগিয়ে মধুপর্ণা ঠাকুর

Posted by :- Subhankar Mitra

বাগদায় দশম রাউন্ডের শেষে ২৬,৯৬৭ ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর

11:48 AM(a year ago)

৪ আসনেই এগিয়ে তৃণমূল

Posted by :- Subhankar Mitra

মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে এগিয়ে ২০,৮২০ ভোটে।
বাগদায় ১৮,৩৩৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। 
রানাঘাট দক্ষিণে ১৩,৪২৮ ভোটে এগিয়ে মুকুটমণি অধিকারী। 
রায়গঞ্জে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী এগিয়ে ৪১,৫৫২ ভোটে। 

Advertisement
10:56 AM(a year ago)

বাগদায় প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর

Posted by :- sanjoy patra

সপ্তম রাউন্ডের গণনা শেষে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর ১৪ হাজার ৫৫৩ ভোটে এগিয়ে রয়েছেন। 

10:41 AM(a year ago)

বাগদায় তৃণমূলের ব্যবধান ছাড়িয়ে গেল ৩৩ হাজার

Posted by :- sanjoy patra

বাগদায় তৃণমূলের ব্যবধান ছাড়িয়ে গেল ৩৩ হাজারের গণ্ডি। মধুপর্ণা ঠাকুর বিজেপি প্রার্থীর চেয়ে ৩৩,৫৩৭ ভোটে এগিয়ে। 

10:38 AM(a year ago)

মানিকতলায় ১১,৬৬৮ ভোটে এগিয়ে তৃণমূল

Posted by :- sanjoy patra

মানিকতলায় ১১,৬৬৮ ভোটে এগিয়ে তৃণমূল, জানাল নির্বাচন কমিশন।

10:24 AM(a year ago)

রায়গঞ্জে ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী

Posted by :- sanjoy patra

রায়গঞ্জে ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। এর পরেই গণনাকেন্দ্রের বাইরে থেকে বিজয় উল্লাস শুরু। 

10:11 AM(a year ago)

রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ১৮ হাজার ভোটে এগিয়ে

Posted by :- sanjoy patra

নির্বাচন কমিশনের তথ্য বলছে, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ১৮ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন।

Advertisement
10:02 AM(a year ago)

বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এগিয়ে

Posted by :- sanjoy patra

চতুর্থ রাউন্ড গণনার শেষে বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর আট হাজার ভোটে এগিয়ে আছেন।

9:57 AM(a year ago)

৫০০০ ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী 

Posted by :- sumana

রায়গঞ্জে তৃতীয় রাউন্ডের গণনা শেষ। এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোট ৯৫৯০, বিজেপির প্রাপ্তি ৩৬৫১টি ভোট ও কংগ্রেস পেয়েছে ১৯৮৪টি ভোট। ৫৯৩৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
 

9:16 AM(a year ago)

রানাঘাটেও তৃণমূল এগিয়ে

Posted by :- sumana

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী এগিয়ে রয়েছেন। পিছিয়ে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস।

9:16 AM(a year ago)

বাগদায় এগিয়ে তৃণমূল

Posted by :- sumana

গণনার প্রাথমিক পর্যায়ে বাগদায় এগিয়ে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। পিছিয়ে বিজেপি। তবে ব্যবধান এখনও স্পষ্ট নয়। গণনা হচ্ছে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। 

9:15 AM(a year ago)

প্রথম রাউন্ডে সুপ্তি ৩১৮০, কল্যাণ চৌবে ৯২৯

Posted by :- sumana

মানিকতলায় ২০টি রাউন্ড গণনা হবে। মোট ১৪ টি টেবিল রয়েছে। ২৭৭ পোলিং বুথ ছিল। মোট ৪ টি হলে গণনা চলছে। প্রথম তিনটি হলে হবে ইভিএম গণনা। চার নম্বর হলে হবে পোস্টাল ব্যালট গণনা। প্রথম রাউন্ডে ৩১৮০ ভোট পেয়েছেন সুপ্তি পাণ্ডে, ৯২৯ ভোট পেয়েছেন কল্যাণ চৌবে। ২২৫১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।
 

Advertisement
8:44 AM(a year ago)

রায়গঞ্জে এগিয়ে তৃণমূল

Posted by :- sumana

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ড শেষের তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছে ৮৬৫৫টি ভোট,  বিজেপি প্রার্থী পেয়েছে ৫১৭১টি ভোট, ৩৪৮৪ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

Load More
Advertisement