scorecardresearch
 

Junior Doctors Dharna LIVE: 'অনশন তুলে আলোচনায় যোগ দিন', জুনিয়র ডাক্তারদের চিঠি রাজ্যের

আরজি করকাণ্ডে ১০ দফা দাবি পূরণ না হলে সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবারের মধ্যে সরকার দাবি না মানলে এই হুঙ্কার দিয়েছেন তাঁরা। সেই ডেডলাইনের মধ্যেই এবার নয়া মোড়। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদেরঅনশনমঞ্চে শনিবার গেলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। গত ১৫ দিন ধরে আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। কেন মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে আসছেন না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। অবশেষে শনিবার অনশনস্থলে গেলেন সরকারের প্রতিনিধিরা।

Advertisement
মুখ্যসচিবের ফোনে কথা মুখ্যমন্ত্রীর মুখ্যসচিবের ফোনে কথা মুখ্যমন্ত্রীর
হাইলাইটস
  • ডেডলাইনের মধ্যেই এবার নয়া মোড়।  
  • অনশনমঞ্চে শনিবার গেলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব।
  • ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

 

অনশনরত জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকল রাজ্য সরকার
 শনিবার আন্দোলনকারী ডাক্তারদের মঞ্চে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তারপরে বিকেলে তিনি চিঠি দিলেন আন্দোলনকারী এবং অনশন চালানো জুনিয়র ডাক্তারদের। ২১ অক্টোবর, সোমবার বিকেল ৫টায় চিকিৎসকদের নবান্নে আলোচনার জন্য ডাকা হয়েছে।  'অনশন তুলে আলোচনায় যোগ দিন', জুনিয়র ডাক্তারদের এবার 'শর্ত' দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'সোমবার বিকেল সাড়ে চারটার মধ্যে যেন নবান্ন সভাঘরে পৌঁছে যান আন্দোলনকারীদের ১০ প্রতিনিধি। আর কিছু কাজ থাকায় ৪৫ মিনিটের বেশির বৈঠক করতে পারবেন না মুখ্য়মন্ত্রী'।

'মুখ্যমন্ত্রী কোথাও কোথাও ধৈর্য্য হারাচ্ছেন':  জুনিয়র চিকিৎসক

আরও পড়ুন

অনশনরত জুনিয়র চিকিৎসকেরা বলেন, "আমাদের দাবি পূরণ না হলে অনশন চলবে। আমরা তাড়াতাড়ি কাজে ফিরতে চাই। জটিলতার দ্রুত সমাধান চাই। আমাদের আন্দোলন স্বচ্ছ। আমরা হঠাৎ করে অনশনে বসিনি, বাধ্য হয়েছি। আজ অনশনের ১৪-তম দিন। এরপরও অনেক অন্যায় ওদের কাছে অজানা। আমাদের আন্দোলনে থাকতে কোনও সমস্যা নেই। মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কোথাও কোথাও ধৈর্য্য হারাচ্ছেন। আমরা মনক্ষুণ্ণ হয়েছি, তবুও ওনাকে অভিভাবক হিসেবে দেখেছি, দেখছি। আমরা সোমবার পর্যন্ত দেখব।"

সোদপুর থেকে রথতলায় এল মিছিল

সোদপুর থেকে রথতলায় এসে পৌঁছল মিছিল। সমাজের সব স্তরের মানুষ উপস্থিত 'ন্যায়বিচার যাত্রা'।

সোমবার ফের বৈঠক

জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল পাঁচটায় বৈঠকের জন্য সময় দিলেন। তিনি বললেন,'সময়ে আসতে হবে। ১০ জনের বেশি যেন কেউ না যান'

ফের আলোচনার প্রস্তাব

মুখ্যসচিবের ফোনেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার প্রস্তাব জুনিয়র ডাক্তারদের। 

অনশন তুলে নিন: মমতা

মমতার বার্তা,'আপনারা দয়া করে কাজে যোগ দিন। নানারকম খবর আসছে, বেআইনি কাজকর্ম চলছে। তা-ও কোনও পদক্ষেপ করিনি। আমি চাই, আপনারা অনশন তুলে নিন। আপনাদের কাছ থেকে ৪ মাস সময় চাইছি'।  
 

Advertisement

মুখ্যসচিবের ফোনে বার্তা মমতার

মুখ্যসচিবের ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বার্তা দিলেন, 'আমি স্টুডেন্টস ভাইবোনদের বলি, আন্দোলন করা আপনার অধিকার। সরকারের কতগুলি ব্যাপার আছে। আপনারা সেদিন ৫টি দাবি করেছিলেন। বাকি ৪টে দাবির মধ্যে ৩টে দাবি করে দিয়েছি। আপনাদের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। পুলিশ কমিশনারকে সরানো হয়েছে। দাবিমতো একজনকে সরাতে পারিনি'।

ধর্নামঞ্চে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

আরজি করকাণ্ডে ১০ দফা দাবি পূরণ না হলে সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবারের মধ্যে সরকার দাবি না মানলে এই হুঙ্কার দিয়েছেন তাঁরা। সেই ডেডলাইনের মধ্যেই এবার নয়া মোড়। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদেরঅনশনমঞ্চে শনিবার গেলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। গত ১৫ দিন ধরে আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। কেন মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে আসছেন না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। অবশেষে শনিবার অনশনস্থলে গেলেন সরকারের প্রতিনিধিরা।

১০ দফা দাবিতে অনড় চিকিৎসকরা

১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অনশন চালাতে গিয়ে কয়েক জন জুনিয়র চিকিৎসক অসুস্থও হয়ে পড়েছেন। শনিবার ১৫ দিনে পড়ল অনশন। কলকাতার পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যালেও অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার গণস্বাক্ষর সংগ্রহ করেন তাঁরা। 

নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারকে ফের ডেডলাইন দিয়েছেন তাঁরা। সোমবারের মধ্যে সব দাবি না মানা হলে ফের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শুক্রবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়ররা। বৈঠক শেষে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, 'সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী যদি দাবি না মানেন, তবে মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হব।' ওই ধর্মঘটে সিনিয়র চিকিৎসকরাও যোগ দেবেন বলে জানানো হয়েছে। 

২ মাসের বেশি আন্দোলন

আরজি করকাণ্ডে ২ মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। এর আগে, কর্মবিরতি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। পরে তা তুলে নেন। তবে আন্দোলন জারি রেখেছেন। অতীতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিলেন তাঁরা। সেই সময় অবস্থান মঞ্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের ডাক দেওয়া হয়। তবে সেই বৈঠক শেষপর্যন্ত ভেস্তে যায়। এর আগে, নবান্ন সভাঘরেও বৈঠক ভেস্তে গিয়েছিল। পরে অবশ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে।

শনিবার 'ন্যায় বিচার যাত্রা'র ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার দুপুর ২টো থেকে শুরু হবে এই কর্মসূচি। সোদপুর থেকে ধর্মতলার অনশনমঞ্চ মিছিল যাবে। 
 

Advertisement