Mamata Banerjee DVC: 'বাংলায় জল ছেড়ে দিয়ে বন্যা করে খালাস', ফের DVC-কে নিশানা মমতার

টানা বৃষ্টির জেরে ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। এই আবহে এবার জল ছাড়া নিয়ে ফের ডিভিসির ভূমিকায় ক্ষিপ্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ডিভিসিকে নিশানা করে মমতা বলেছেন, 'কেউ নিজেকে বাঁচানোর জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছেন।  বাংলায় জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। ইচ্ছেমতো জল ছাড়ছে ডিভিসি। রাজ্য সরকারের কথা গুরুত্ব দিচ্ছে না।'

Advertisement
'বাংলায় জল ছেড়ে দিয়ে বন্যা করে খালাস', ফের DVC-কে নিশানা মমতারজল ছাড়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী।
হাইলাইটস
  • টানা বৃষ্টির জেরে ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে।
  • এবার জল ছাড়া নিয়ে ফের ডিভিসির ভূমিকায় ক্ষিপ্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ডিভিসিকে নিশানা করে মমতা বলেছেন, 'কেউ নিজেকে বাঁচানোর জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছেন।'

টানা বৃষ্টির জেরে ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। এই আবহে এবার জল ছাড়া নিয়ে ফের ডিভিসির ভূমিকায় ক্ষিপ্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ডিভিসিকে নিশানা করে মমতা বলেছেন, 'কেউ নিজেকে বাঁচানোর জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছেন। নিজেদের যে দায়বদ্ধতা, ১৪ বছর ধরে লড়াই করছি, কিন্তু কোনও ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। নীতি আয়োগের বৈঠকে আলোচনা করেছি। জনগণের যে ক্ষতি হচ্ছে। 
বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস।'

আর কী বলেছেন মুখ্যমন্ত্রী

মমতা এদিন বলেন, 'অতি বৃষ্টির ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে। কিছু অঞ্চল ভেসেছে। বাংলা চিরকালই ভোগে...বার বার বলা সত্ত্বেও, ডিভিসি বলুন, পাঞ্চেত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথা শুনছে না...গত ১৮ জুন থেকে আজ পর্যন্ত প্রায়  ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। সাঙ্ঘাতিক। পুরো ডুবিয়ে দিয়েছে কয়েকটা জেলা।' ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত রূপায়ণের চেষ্টা করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্লাবিত এলাকায় বিশেষ কমিটি নজরদারি চালাবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও ডিভিসি-র জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। একে 'ম্যান-মেড বন্যা' বলে আখ্যা দিয়েছিলেন। 

অন্য দিকে, প্লাবিত এলাকায় ত্রাণ পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'যতদিন পর্যন্ত তাঁরা বাড়ি ফিরতে না পারবেন রিলিফ দিন। যতদিন না স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, রিলিফ দিতে হবে।' পর্যাপ্ত ওষুধ পাঠানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাঁচতে সতর্কতামূলক প্রচার চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি।  

প্রসঙ্গত, টানা বৃষ্টির জেরে এবারের বর্ষাতেও বিপদে পড়তে চলেছে দামোদর নদের তীরবর্তী এলাকা। সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকাল থেকে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। মোট প্রায় ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এর মধ্যে পাঞ্চেত থেকে প্রায় ৩৬ হাজার কিউসেক এবং মাইথন থেকে প্রায় ৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দামোদরে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement