রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৪ হাজারের নীচে

রাজ্যে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৮৪ জন।

Advertisement
রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৪ হাজারের নীচেকরোনা
হাইলাইটস
  • বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমছে
  • গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪ হাজারেরও নীচে

রাজ্যে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৮৪ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪২৮৬। তবে গত ২৪ ঘণ্টায় ৩ জন বেশি মারা গিয়েছেন গতকালের তুলনায়। আজ মৃত্যু হয়েছে ৮৪ জনের। 

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪ লাখ ৬১ হাজার ২৫৭। মৃত্যু বেড়ে ১৬ হাজার ৮৯৬ জন। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ হাজার ৬৫১। ডিসচার্জ রেট ৯৭.৬৪ শতাংশ। 

আরও পড়ুন : পার্থ চট্টোপাধ্যায়ের মা প্রয়াত, নাকতলার বাড়িতে অভিষেক-রাজীব

গত ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা সংগ্রহ হয়েছে ৬০ হাজার ১১৩ জনের। এরমধ্যে করোনা পজিটিভ হয়েছে ৬.৬৩ শতাংশ মানুষ। সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৯৭ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। 

এরইমধ্যে খবর পাওয়া যাচ্ছে, করোনা ভ্যাকসিন নিয়ে শরীরে চৌম্বকীয় শক্তি তৈরি হয়েছে অনেকের। শিলিগুড়ি ও নদিয়া মিলিয়ে মোট ৩ জনের ক্ষেত্রে এমন ঘটনা সামনে এসেছে। তাদের দাবি, ভ্যাকসিন নেওয়ার পর থেকে তাদের শরীরে পয়সা সহ হাতা খুন্তি এমনকি মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে। 

POST A COMMENT
Advertisement