CRPF Soldier martyred: ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানে শহিদ বাংলার জওয়ান, গর্ব-শোকের মিশেলে গোয়ালতোড়ের চোখে জল

ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার গাছউপড়া গ্রামের বাসিন্দা সিআরপিএফ ১৮৩ ব্যাটেলিয়নের এএসআই সুনীল মন্ডল। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। রবিবার রাতেই শহিদের মরদেহ পৌঁছায় তার গ্রামের বাড়িতে।

Advertisement
ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানে শহিদ বাংলার জওয়ান, গর্ব-শোকের মিশেলে গোয়ালতোড়ের চোখে জলরাষ্ট্রীয় সম্মানে শহিদের শেষকৃত্য।-ভিডিও থেকে নেওয়া ছবি
হাইলাইটস
  • ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার গাছউপড়া গ্রামের বাসিন্দা সিআরপিএফ ১৮৩ ব্যাটেলিয়নের এএসআই সুনীল মন্ডল।
  • শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। রবিবার রাতেই শহিদের মরদেহ পৌঁছায় তার গ্রামের বাড়িতে।

ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার গাছউপড়া গ্রামের বাসিন্দা সিআরপিএফ ১৮৩ ব্যাটেলিয়নের এএসআই সুনীল মন্ডল। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। রবিবার রাতেই শহিদের মরদেহ পৌঁছায় তার গ্রামের বাড়িতে।

শহিদের বাড়িতে শোকের ছায়া:
শহিদ সুনীল মন্ডলের অকালপ্রয়াণে পরিবার ও গ্রামবাসীরা শোকে মুহ্যমান। বাড়িতে রয়েছেন তার স্ত্রী লক্ষ্মী মন্ডল, তিন ছেলে ও এক মেয়ে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। গ্রামের মানুষ ভিড় জমান শহিদের শেষযাত্রায়। কয়েকদিন আগেই বাড়ি ফেরার কথা ছিল সুনীলের। পরিবারের সঙ্গে ফোনে শেষবার কথা বলার সময় বলেছিলেন, এই সপ্তাহের শেষের দিকে বাড়ি ফিরবেন। কিন্তু বাড়ি ফেরার বদলে কফিনবন্দি হয়ে ফিরলেন তিনি।

গার্ড অফ অনার ও শেষকৃত্য:
রবিবার রাতেই শহিদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। গোয়ালতোড় এলাকায় অবস্থিত সিআরপিএফ ক্যাম্পের আধিকারিকরা শহিদের বাড়িতে এসে শ্রদ্ধা জানান। সোমবার সকালে গ্রামে সম্পন্ন হয় শেষকৃত্য।

গ্রাম জুড়ে শোকের ছায়া:
শহিদ সুনীল মন্ডলের মৃত্যুতে গোটা গ্রাম শোকস্তব্ধ। স্থানীয় বাসিন্দারা বলেন, "সুনীল ছিলেন গ্রামের গর্ব। তার শহিদ হওয়া আমাদের ব্যথিত করেছে, তবে তার ত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।"

পরিবারের পাশে প্রশাসন:
শহিদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনও পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনিক আধিকারিকরা। শহিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন গ্রামবাসীরা।

POST A COMMENT
Advertisement