Paschim Banga Diwas: পয়লা বৈশাখেই 'পশ্চিমবঙ্গ দিবস'? আজ বিধানসভায় আলোচনার সম্ভাবনা

বাংলার বছর পয়লাতেই পালন হবে 'পশ্চিমবঙ্গ দিবস'? আজ আলোচনা হবে বিধানসভার বাদল অধিবেশনে। পাশাপাশি রাজ্য সঙ্গীত নিয়েও হবে আলোচন। এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে আলোচনার জন্য।

Advertisement
পয়লা বৈশাখেই 'পশ্চিমবঙ্গ দিবস'? আজ বিধানসভায় আলোচনার সম্ভাবনাফাইল ছবি
হাইলাইটস
  • বাংলার বছর পয়লাতেই পালন হবে 'পশ্চিমবঙ্গ দিবস'?
  • আজ আলোচনা হবে বিধানসভার বাদল অধিবেশনে

Paschim Banga Diwas: বাংলার বছর পয়লাতেই পালন হবে 'পশ্চিমবঙ্গ দিবস'? আজ আলোচনা হবে বিধানসভার বাদল অধিবেশনে। পাশাপাশি রাজ্য সঙ্গীত নিয়েও হবে আলোচনা। এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে আলোচনার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সভায় বক্তব্য পেশ করবেন। আজ বিধানসভার আলোচনায় থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজই প্রস্তাব পেশ হতে পারে।

এর আগে 'পশ্চিমবঙ্গ দিবস' নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। নবান্নের সেই বৈঠকে গড়হাজির ছিল বিজেপি, কংগ্রেস, সিপিএম। বৈঠকে উপস্থিত শিল্প ও সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিরা- জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সুবোধ সরকার, আবুল বাশার, সুগত বসু, শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ, প্রচেত গুপ্ত, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়েরা নিজেদের মতামত দেন। তাতে পাল্লা ভারী পয়লা বৈশাখের দিনটিতেই। 

এদিকে, আজই এর বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকতে পারেন বিজেপির অন্য বিধায়করা।

প্রসঙ্গগত, চলতি বছরের ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে বিজেপি। তাৎপর্যপূর্ণ ভাবে এই দিনটি রাজভবনেও পালন করা হয়। এই নিয়ে তীব্র আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি পশ্চিমবঙ্গ দিবসের দিন ঠিক করতে উদ্যোগী হন। 

'পশ্চিমবঙ্গ দিবস' কবে পালন করা হবে তা ঠিক করতে একটি কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসুকে উপদেষ্টা করে কমিটি তৈরি হয়। কমিটির আহ্বায়ক করা হয় বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। সেই কমিটি পয়লা বৈশাখকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসাবে পালন করার সুপারিশ করেছিল। এর পরেই সর্বদল বৈঠক ডাকা হয়।

POST A COMMENT
Advertisement