Weekly Weather Update: ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত গভীর নিম্নচাপ, নতুন সপ্তাহে বৃষ্টি বাংলায়, শীত ফিরবে কবে?

ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে। কিন্তু জাঁকিয়ে শীতের কোনও দেখা নেই। উল্টে রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে। বলা যায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে ও নিম্নচাপের প্রভাবে বাংলায় থমকে রয়েছে শীত। চলতি সপ্তাহে বাংলায় পারদ পতনের সম্ভাবনা কতটা? চলুন দেখে নেওয়া যাক নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া।

Advertisement
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, নতুন সপ্তাহে বৃষ্টি বাংলায়, শীত ফিরবে কবে?Weekly Weather Update

ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে। কিন্তু জাঁকিয়ে শীতের কোনও দেখা নেই। উল্টে রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে। বলা যায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে ও নিম্নচাপের প্রভাবে বাংলায় থমকে রয়েছে শীত। চলতি সপ্তাহে বাংলায় পারদ পতনের সম্ভাবনা কতটা? চলুন দেখে নেওয়া যাক নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া।

ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ
রবিবার সকালেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হল  নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। মঙ্গলবার বিকেলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। আবহাওয়াবিদদের অনুমান আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার, সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগ হতে পারে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম। এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে বাংলা, ওড়িশায়। এই আবহে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

নতুন সপ্তাহে বাংলার একাধিক জেলায় বৃষ্টি
ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। 

রাজ্যে শীত পড়বে কবে?
দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। শীতের আমেজ থমকে গিয়েছে। আগামী কয়েরদিন পুরোপুরি মেঘলা আকাশ থাকবে জেলায় জেলায়। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। তবে নতুন সপ্তাহের সপ্তাহান্তে গোটা রাজ্যেই ফের কমবে তাপমাত্রার পারদ।

Advertisement

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৫ ডিগ্রি বেশি। সকাল সন্ধ্যায় শীতের হালকা আমেজ অনেকটাই কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে। বেলার দিকে সামান্য উষ্ণতা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার থেকে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা বেশি। বুধবার নাগাদ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শহরে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। শুক্রবারের পর এর আবহাওয়ার পরিবর্তন হবে, পারদ নামার ইঙ্গিত রয়েছে সপ্তাহান্তে।
 

POST A COMMENT
Advertisement