Duare Ration: 'দুয়ারে রেশন বেআইনি,' হাইকোর্টের পর্যবেক্ষণে ধাক্কা রাজ্যের

দুয়ারে রেশন প্রকল্পের আওতায় রাজ্য সরকার গ্রাহকদের বাড়ি পর্যন্ত রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার সুবিধা চালু করেছে। সেই দুয়ারে রেশন প্রকল্প নিয়েই মামলা হয়েছিল হাইকোর্টে। তাতেই কলকাতা হাইকোর্ট বুধবার পর্যবেক্ষণের পর জানিয়েছে, এই প্রকল্প বেআইনি।

Advertisement
 'দুয়ারে রেশন বেআইনি,' হাইকোর্টের পর্যবেক্ষণে ধাক্কা রাজ্যের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের
হাইলাইটস
  • তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
  • গত বছর ১৫ সেপ্টেম্বর থেকে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে রাজ্যজুড়ে চালু হয়েছিল দুয়ারে রেশন প্রকল্প
  • এরপর ২০২১ সালের নভেম্বরে আনুষ্ঠানিক ভাবে রাজ্যে চালু হয় ‘দুয়ারে রেশন’ প্রকল্প

দুয়ারে রেশন প্রকল্পের আওতায় রাজ্য সরকার গ্রাহকদের বাড়ি পর্যন্ত রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার সুবিধা চালু করেছে। সেই দুয়ারে রেশন প্রকল্প নিয়েই মামলা হয়েছিল হাইকোর্টে। তাতেই কলকাতা হাইকোর্ট বুধবার পর্যবেক্ষণের পর জানিয়েছে, এই প্রকল্প বেআইনি। 

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত বছর ১৫ সেপ্টেম্বর থেকে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে রাজ্যজুড়ে চালু হয়েছিল দুয়ারে রেশন প্রকল্প। এরপর ২০২১ সালের নভেম্বরে  আনুষ্ঠানিক ভাবে রাজ্যে চালু হয় ‘দুয়ারে রেশন’ প্রকল্প।  নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১০ কোটিরও বেশি মানুষ বাড়িতে বসেই রেশনের চাল, ডাল পেতেন। রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলার  সরাসরি জুড়ে  রয়েছেন দুয়ারে রেশন প্রকল্পের সঙ্গে। এবার সরাসরি এই প্রকল্পকে বেআইনি জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

গত  বছর অগস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ এই প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল। তাঁদের বক্তব্য ছিল, ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সম্ভব নয়। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আদালত অনুমতি দেয়নি। কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে জানান ডিলাররা। কিন্তু সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। তারপর ফের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। সেই মামলাতেই এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ  দুয়ারে রেশনকে বেআইনি বলে পর্যবেক্ষণে জানিয়েছে।  যা রাজ্যের জন বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে।

POST A COMMENT
Advertisement