অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতায় কমান্ড হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের হার্ট ব্লকেজ রয়েছে। করা হতে পারে অস্ত্রোপচার। রাজ্যপালকে দেখতে এদিন হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মুখ্যমন্ত্রী বলেন, 'উনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন। দেখে এলাম।' সূত্রের খবর, এদিন সকালে বুকে ব্যথা অনুভব করেন রাজ্যপাল। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষার পর দেখা গিয়েছে, তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের অসুস্থতার তদারকি করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে রাজ্যপালকে স্থানান্তরিত করা হতে পারে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই মালদা ও মুর্শিদাবাদ সফরে গিয়েছলেন রাজ্যপাল বোস। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদ। হিংসায় ৩ জনের মৃত্যু হয়। বহু মানুষ ঘরছাড়া হন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ সফরে যান রাজ্যপাল। হিংসায় দুর্গতদের সঙ্গে কখা বলেন। তাঁদের নানা অভিযোগ শোনেন। মুর্শিদাবাদ সফরের ২ দিনের মধ্যেই আচমকা অসুস্থ হলেন রাজ্যপাল।