টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ইউনিট সম্প্রসারণের জন্য জমি দিল রাজ্য সরকার। হুগলিতে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ইউনিট সম্প্রসারণের জন্য ৪০ একর জমি দিচ্ছে রাজ্য সরকার। সোমবার জমি বরাদ্দের বিষয়টি অনুমোদন করেছে রাজ্য সরকার।
জানা গিয়েছে, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জমি বরাদ্দের বিষয়টি অনুমোদন করা হয়। বর্তমানে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ৩৪ একর জমিতে ইউনিটটি রয়েছে হুগলির উত্তরপাড়ার কোত্রং ও ভদ্রেশ্বর মৌজায়।
১২৬ কোটি টাকার বিনিময়ে ৪০ একর জমি ৯৯ বছরের জন্য লিজে হস্তান্তর করা হচ্ছে। জমি হস্তান্তরের ফলে টিটাগড়ে রেল কোচ নির্মাণ আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে কর্মসংস্থান বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে খবর, মেট্রো ও বন্দে ভারত প্রকল্পে পরিকাঠামো গড়ে তোলা হবে।
অন্য দিকে, দেশের অন্যান্য শহরের মতো এবার এ রাজ্যেও চলবে এসি লোকাল ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেলের রানাঘাট স্টেশনে AC Local Train-এর রেক আনা হয়েছে। রেল সূত্রে খবর, শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-কৃষ্ণনগর রুটে চলবে এই এসি লোকাল ট্রেন। রেল জানিয়েছে, এসি লোকাল ট্রেনে উঠলেই বেসিক ভাড়া লাগবে ২৯ টাকা। ১০ কিমি পর্যন্ত দূরত্বে এসি লোকাল ট্রেনের ভাড়া ধার্য করা হয়েছে ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া- ৩৭ টাকা। ১০ কিমি দূরত্বের জন্য মান্থলি সিজন টিকিটের দাম- ৫৯০ টাকা। ১১ থেকে ১৫ কিমি দূরত্বের মধ্যে এই ভাড়া- ৭৮০ টাকা। শীঘ্রই এসি লোকাল চালু করা হবে বলে জানা গিয়েছে।