রাজ্যে বাড়ছে গরম, শীতের শেষ পরশও এবার বিদায় নিতে চলেছে। মার্চের শুরু থেকেই আবহাওয়ার পারদ ঊর্ধ্বমুখী, আর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে সকাল ও সন্ধ্যার মনোরম আবহাওয়াও হারিয়ে যাবে।
তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি, যা সোমবার বেড়ে ৩২ ডিগ্রির আশেপাশে পৌঁছেছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা গরমের অস্বস্তি আরও বাড়াচ্ছে।
দোলের সময় আরও বাড়বে গরম
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দোল উৎসবের সময় কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রিতে। সাধারণত এই সময়ে সকালে শিরশিরে হাওয়া বয়ে যায়, তবে এবার সেই স্বস্তি থাকবে না, ফলে উষ্ণ আবহাওয়ার মধ্যেই বসন্তোৎসব পালন করতে হবে বাঙালিকে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে, তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার, ফলে গরম আরও বাড়বে। শহরবাসীরা ইতিমধ্যেই ফ্যান ও এসির শরণাপন্ন হতে শুরু করেছেন, আর আগামী কয়েক দিনে সেই প্রবণতা আরও বাড়বে।
দেশের অন্যান্য অংশেও গরমের তীব্রতা বাড়বে
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কঙ্কন, গোয়া, কর্ণাটক, কেরল ও মাহেতে অস্বস্তিকর গরম থাকবে। উইকেন্ডে কঙ্কন ও গোয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার থেকে গুজরাট ও অন্ধ্রপ্রদেশেও তীব্র গরম পড়বে বলে পূর্বাভাস মিলেছে।
১০ মার্চের পর কলকাতায় আরও চড়া গরম
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ১০ মার্চের পর কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। অর্থাৎ, বসন্তের আবহে এবার শীতের শেষ ছোঁয়া মিলবে না, বরং গরমের অস্বস্তির সঙ্গেই কাটাতে হবে দিন।