scorecardresearch
 

রাজ্যে নতুন ৮ থানা ও ৫ সাইবার PS-এর ঘোষণা, কোথায়?

বীজপুর থানা ভেঙে তৈরি হবে জেটিয়া থানা। বীজপুর ও নৈহাটি থানার একাংশ নিয়ে হবে হালিশহর থানা। নৈহাটি থানার আরও একাংশ নিয়ে হবে শিবদাসপুর থানা। দমদম থানা ভেঙে হবে নাগেরবাজার থানা। টিটাগড় থানা ভেঙে তৈরি হবে মোহনপুর থানা। অন্যদিকে জগদ্দল থানার একাংশ নিয়ে হবে বাসুদেবপুর থানা। বেলঘরিয়া থানা ভেঙে হবে দক্ষিণেশ্বর ও কামারহাটি থানা। খুব দ্রুত থানাগুলি কাজ করা শুরু করবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাজ্যে তৈরি হচ্ছে নতুন ৮টি থানা
  • তৈরি হবে ৫টি নয়া সাইবার থানাও
  • ঘোষণা রাজ্য স্বরাষ্ট্র দফতরের

রাজ্যে তৈরি হচ্ছে আরও ৮টি নতুন থানা। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। এর মধ্যে অধিকাংশই ব্যারাকপুর শিল্পাঞ্চলে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এই নতুন আটটি থানা হল, দক্ষিণেশ্বর, নাগেরবাজার, কামারহাটি, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেটিয়া।  

বীজপুর থানা ভেঙে তৈরি হবে জেটিয়া থানা। বীজপুর ও নৈহাটি থানার একাংশ নিয়ে হবে হালিশহর থানা। নৈহাটি থানার আরও একাংশ নিয়ে হবে শিবদাসপুর থানা। দমদম থানা ভেঙে হবে নাগেরবাজার থানা। টিটাগড় থানা ভেঙে তৈরি হবে মোহনপুর থানা। অন্যদিকে জগদ্দল থানার একাংশ নিয়ে হবে বাসুদেবপুর থানা। বেলঘরিয়া থানা ভেঙে হবে দক্ষিণেশ্বর ও কামারহাটি থানা। খুব দ্রুত থানাগুলি কাজ করা শুরু করবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফে।

এছাড়া ক্রমবর্ধমান সাইবার অপরাধে রাশ টানতে রাজ্য সরকার আরও নতুন পাঁচটি সাইবার থানাও তৈরি করছে। রানাঘাট, কল্যাণী, ইসলামপুর, বনগাঁ এবং চন্দননগরে এই থানাগুলো চালু করা হবে বলে এক নির্দেশিকায় জানিয়েছে নবান্ন। প্রতিটি থানাকে ইতিমধ্যেই নির্দিষ্ট আদালতের অন্তর্ভুক্তও করা হয়েছে। 

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে বারেবারেই অশান্ত হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকা। আবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝেমধ্যেই উঠে এসেছে সাইবার অপরাধের অভিযোগ। সেক্ষেত্রে সেই বিষয়গুলি মাথায় রেখেই রাজ্য স্বরাষ্ট্র দফতর এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

আরও পড়ুনগোটা ট্রেন বুক করতে চান? জানুন খরচ ও নিয়ম

 

Advertisement