Weather Update: হাড় কাঁপানো ঠান্ডা ফেরার পূর্বাভাস, কবে থেকে? পূর্বাভাস হাওয়া অফিসের

মকর সংক্রান্তির আগে কলকাতায় আবার ছন্দে ফিরছে শীত। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারের তুলনায় বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি করে নামবে।

Advertisement
হাড় কাঁপানো ঠান্ডা ফেরার পূর্বাভাস, কবে থেকে? পূর্বাভাস হাওয়া অফিসের
হাইলাইটস
  • মকর সংক্রান্তির আগে কলকাতায় আবার ছন্দে ফিরছে শীত।
  • দার্জিলিং-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকতে পারে।  
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

মকর সংক্রান্তির আগে কলকাতায় আবার ছন্দে ফিরছে শীত। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারের তুলনায় বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি করে নামবে। দার্জিলিং-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকতে পারে।  

কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের তুলনায় বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকর থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৮ শতাংশ। আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন  রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে নামবে। তার পর থেকে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে কমবে।  ভোরের দিকে কোথাও কোথাও হাল্কা কুয়াশা থাকতে পারে। 

কোথায় কত তাপমাত্রা? 

বুধবার দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১০.১ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৩.৭ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৯ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৩.৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৩ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
 

Advertisement

POST A COMMENT
Advertisement