করোনার হানা বাংলার মন্ত্রিসভায়, কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে মন্ত্রী নির্মল মাজি

রাজ্যের মন্ত্রিসভায় ফের করোনার হানা। এবার কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি।  শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি হাসপাতালে ভর্তি হন।

Advertisement
করোনায় আক্রান্ত মন্ত্রী নির্মল মাজি, ভর্তি হাসপাতালেকরোনায় আক্রান্ত নির্মল মাঝি। ছবি- নির্মল মাঝির ফেসবুক পেজ থেকে
হাইলাইটস
  • করোনায় আক্রান্ত মন্ত্রী নির্মল মাজি
  • ভর্তি রয়েছেন হাসপাতালে
  • তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল

রাজ্যের মন্ত্রিসভায় ফের করোনার হানা। এবার কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি হাসপাতালে ভর্তি হন।

এখন কেমন আছেন মন্ত্রী

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নির্মল মাজি।  কয়েকদিন আগে তিনি কোভিড টেস্ট করান। শনিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। তাই ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তির উপদেশ দেন চিকিৎসকেরা।  সেইমতো হাসপাতালে ভর্তি হন রাজ্যের মন্ত্রী। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

সেপ্টেম্বর মাঝে মস্তিস্কে একটি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে জটিল অস্ত্রোপচারের পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন নির্মল মাজি। তার একমাস কাটতেই এবার শরীরে করোনা হানা দিল উলুবেরিয়ার উত্তর কেন্দ্রের বিধায়কের।

সম্প্রতি, করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের একের পর এক হেভিওয়েট রাজনীতিবিদ। একদিন আগেই করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক সপ্তাহ আগে কোভিড পজিটিভ হয়েছিল তৃণমূল বিধায়ক শিউলি সাহার। অনেকে সুস্থও হয়ে গিয়েছেন দ্রুত। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় থেকে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কোভিড আক্রান্ত হলেও, এরা শেষে জয় করে ফিরে এসেছেন।

রাজ্যের করোনার চিত্র

রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে দেওয়া শনিবারের তথ্য অনুযায়ী,  শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৬৫জন। অন্যদিকে, সুস্থ হয়েছেন  ৩,১৮৩জন। ওই দিনের রিপোর্টে ৬১ জনের মৃত্যুর কথাও বলা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখের উত্তর ২৪ পরগনা ও কলকাতা সবথেকে বেশি। এই দুই জেলা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিল প্রশাসন।

POST A COMMENT
Advertisement