scorecardresearch
 

West Bengal Monsoon: সুখবর, সময়ের আগেই কেরলে ঢুকছে বর্ষা, বাংলায় টানা বৃষ্টি কবে থেকে?

চলতি মরসুমে গরম লাগামছাড়া। তবে সুখবর শোনাল মৌসম ভবন। নির্ধারিত সময়ের একদিন আগেই আসছে বর্ষা। ৩১ মে কেরলে বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস হাওয়া অফিসের। সাধারণত ১ জুন দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকে।

Advertisement
হাইলাইটস
  • চলতি মরসুমে গরম লাগামছাড়া।
  • তবে সুখবর শোনাল মৌসম ভবন।

চলতি মরসুমে গরম লাগামছাড়া। তবে সুখবর শোনাল মৌসম ভবন। নির্ধারিত সময়ের একদিন আগেই আসছে বর্ষা। ৩১ মে কেরলে বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস হাওয়া অফিসের। সাধারণত ১ জুন দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকে। এবার একদিন আগেই আসছে। যদিও গত বছর কিছুটা দেরি করেছিল। গত বছর ৮ জুন কেরলে বর্ষার যাত্রা শুরু হয়। কেরলের পাশাপাশি রবিবার থেকেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার যাত্রা শুরুর ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন।

দক্ষিণবঙ্গে (মূলত উপকূল) বর্ষা ঢোকে সাধারণত ১০ জুন। অন্যদিকে জলপাইগুড়িতে ঢোকে সাধারণ ৭ জুন নাগাদ। শিলিগুড়িতে সেটা ৮ জুন। কলকাতায় ১১ জুনের কাছাকাছি পা রাখে বর্ষা। তবে এবার বাংলায় কবে আসবে তা এখনই বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। কেরলে আসার পর ধাপে ধাপে কী ভাবে এগোবে বর্ষা তার উপর ভিত্তি করে বাকি পূর্বাভাস জানানো হবে বলে জানাচ্ছেন তাঁরা। 

চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ফের চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরমও ক্রমশ বাড়তে থাকবে। শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ পেরিয়ে যাবে। কোথাও কোথাও ৪২ ডিগ্রিও ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

TAGS:
Advertisement