Monsoon Forecast 2025 India: পশ্চিমবঙ্গ-সহ দেশে এবারের বর্ষায় কেমন বৃষ্টি-সাইক্লোন হবে? সব জানাল IMD

দেশজুড়ে বর্ষা কেমন হবে তার পূর্বাভাস জারি করল দিল্লির মৌসম ভবন। তাদের তরফে আজ জানানো হয়, স্বাভাবিকের থেকে সামান্য বৃষ্টি হবে। দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

Advertisement
পশ্চিমবঙ্গ-সহ দেশে এবারের বর্ষায় কেমন বৃষ্টি-সাইক্লোন হবে? সব জানাল IMD Weather
হাইলাইটস
  • দেশজুড়ে বর্ষা কেমন হবে তার পূর্বাভাস জারি করল দিল্লির মৌসম ভবন
  • তাদের তরফে আজ জানানো হয়, স্বাভাবিকের থেকে সামান্য বৃষ্টি হবে

দেশজুড়ে বর্ষা কেমন হবে তার পূর্বাভাস জারি করল দিল্লির মৌসম ভবন। তাদের তরফে আজ জানানো হয়, স্বাভাবিকের থেকে সামান্য বৃষ্টি হবে। দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। 

মৌসম ভবনের পূর্বাভাস, ১ জুন থেকে শুরু হতে পারে বর্ষা। আর তা শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়। স্বাভাবিকের সামান্য বেশি বৃষ্টিপাতের কারণে কৃষিক্ষেত্রের উপকার হবে। ফসল উৎপাদনের পক্ষে এবারের বৃষ্টি সহায়ক ভূমিকা নিতে পারে।

পশ্চিমবঙ্গে কি স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে? তা নিয়ে মৌসম ভবন জানিয়েছে, এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৃষ্টির পরিমান স্বাভাবিক থাকবে। অন্য একটি প্রশ্নের উত্তরে মৌসম ভবনের এক আধিকারিক জানান, রাজ্যে রাজ্যে বা জেলায় জেলায় কেমন বৃষ্টি হবে তা এখনই বলা সম্ভব নয়। মোটামুটি একটা অনুমান করা যেতে পারে। বর্ষা শুরু হওয়ার পর বৃষ্টি কমতে বা বাড়তে পারে। সেই হিসেবে ধরা যায়, পশ্চিমবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। 

প্রায় প্রতিবছর মে মাসে সাইক্লোন হয়। বঙ্গোপসাগর থেকে তার জন্ম হয়। যার প্রভাব পড়ে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও প্রতিবেশী দেশ বাংলাদেশে। এবারও কি সাইক্লোনের সম্ভাবনা রয়েছে? উত্তরে মৌসম ভবনের এক আধিকারিক জানান, এখনই সেটা বলা সম্ভব নয়। বর্ষা প্রবেশের পর তার গতিপ্রকৃতি দেখে পূর্বাভাস দেওয়া যেতে পারে। মাত্র কয়েক দিনের মধ্যে সাইক্লোন তৈরি হয়। তাই এত আগে থেকে কিছু বলা সম্ভব নয়। 

আবহাওয়া আধিকারিক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, চলতি বছরের চার মাসের বর্ষায় (জুন থেকে সেপ্টেম্বর) দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। মোট বৃষ্টিপাত ৮৭ সেমি দীর্ঘ-মেয়াদী গড়ের  ১০৫ শতাংশ পর্যন্ত হতে পারে। ভারতীয় উপমহাদেশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির জন্য যেসব এল নিনো পরিস্থিতি সাধারণত দায়ী থাকে। তবে চলতি বছর সেরকম কোনও পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

Advertisement

POST A COMMENT
Advertisement