West Bengal Monsoon Update: মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলি, ক'দিন চলবে দুর্ভোগ?

দুপুরের পর থেকেই প্রবল বর্ষণে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শহরের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। ভোগান্তি শুরু হয়েছে আমজনতার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।

Advertisement
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলি, ক'দিন চলবে দুর্ভোগ?কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি
হাইলাইটস
  • দুপুরের পর থেকেই প্রবল বর্ষণে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
  • শহরের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।

দুপুরের পর থেকেই প্রবল বর্ষণে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শহরের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। ভোগান্তি শুরু হয়েছে আমজনতার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।

মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টি
উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয় অবস্থানের কারণে এ রাজ্যে বৃষ্টির দাপট বেড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উপরে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা বৃষ্টিপাতকে আরও সক্রিয় করছে। এছাড়া, ভারতীয় অঞ্চলের উপর দিয়ে শিয়ার জোন অতিক্রম করছে, ফলে বজ্রঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে।

দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা
বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে—
বৃহস্পতিবার: দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার: পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়াও ভারী বর্ষণের তালিকায় যোগ হবে।
রবিবার ও সোমবার: কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে।

উত্তরবঙ্গেও দুর্যোগ
উত্তরবঙ্গও বৃষ্টির হাত থেকে মুক্ত নয়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ফের জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি ও কালিম্পঙে প্রবল বর্ষণের সম্ভাবনা প্রবল।

সমুদ্রে উত্তাল হাওয়া
উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে শনিবার ও রবিবার বাতাসের গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই গভীর সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

তাপমাত্রা ও অস্বস্তি
কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় আড়াই ডিগ্রি কম। তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি রয়ে গিয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement