কয়েকদিন আগেই ইয়াস তাণ্ডব দেখিয়েছে বাংলায়। তাণ্ডবের জেরে গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছিব বঙ্গবাসী। তবে এবার সেই ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি দিতে চলেছে বর্ষা। অর্থাৎ বৃষ্টিপ্রেমীদের জন্য সুখবর। আজ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে চলতি মাসের ১১ তারিখ থেকে বাংলায় বর্ষা ঢুকবে।
আজ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মাসের ১১ তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গে বর্ষা আসছেছ। সেদিনই রাজ্যের বেশিরভাগ জায়গায় বর্ষা প্রবেশ করবে। ১১ তারিখের পর থেকে বঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে। সেইসময় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯-এর আশপাশে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, ছত্তীসগড়েও বর্ষা প্রবেশ করবে। বাংলার বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মূলত ৮ জুনের মধ্যে বাংলায় বর্ষা প্রবেশ করে থাকে। কদিন আগে হাওয়া অফিস এও জানিয়েছিল, আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় এবার বৃষ্টিপাত কম হবে।